২৫ মে শনিবার বঙ্গবাজার ১০ তলা বিপণিবিতান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা- Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
ঢাকার ফুলবাড়িয়ার আগুনে পুড়ে যাওয়া বঙ্গবাজারে ১০ তলা মার্কেটের নির্মাণকাজ শুরু হতে যাচ্ছে । ২৫ মে আধুনিক বঙ্গবাজার পাইকারি নগর বিপণিবিতানের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১০ তলা বিশিষ্ট ভবনের সম্ভাব্য নির্মাণ ব্যয় ৩৩৮ কোটি টাকা।
দক্ষিণ সিটির মার্কেটগুলোর মধ্যে এটি হবে সবচেয়ে আধুনিক। প্রস্তাবিত বিপণিবিতানের নির্মাণকাজ ২০২৮ সালে শেষ হতে পারে । প্রকৃত ক্ষতিগ্রস্তদের দোকান বরাদ্দ দেওয়ার দাবি। এ উপলক্ষে সকাল হতে দুপুর ১২ টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন সড়ক সাময়িক বন্ধ ও ডাইভারশনে থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। রোড়গুলোর মধ্যে অন্যতম হলো হাইকোর্ট ক্রসিং,গোলাপশাহ মাজার ক্রসিং, সরকারি কর্মচারী হাসপাতাল ক্রসিং, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির (অমর একুশে হল) সামনে,ফুলবাড়িয়া ক্রসিং,চানখারপুল ক্রসিং,নিমতলী ক্রসিং। এ অবস্থায় ঢাকাবাসীকে উল্লিখিত এলাকাগুলোয় বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
কোন মন্তব্য নেই