"আইন মেনে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি" (ওসি) মাহাবুবুর রহমান পিপিএম - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
"আইন মেনে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি"এই শ্লোগানকে সামনে রেখে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিষয়ে ব্যাপক প্রচার ও সর্বস্তরের জনগণকে সচেতন করার জন্য বদলগাছী থানাপুলিশ প্রচার - প্রচারনা চালাচ্ছেন।
ইতিমধ্যে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ভাবে প্রচারণা করছেন বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহাবুবুর পিপিএম রহমান। সড়ক আইন মেনে যানবাহনের চালকদের গাড়ী চালানোর জন্য আহ্বান জানান। সড়কপথে যানবাহন চালানোর সময় গাড়ীর প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ দেন তিনি। মটর বাইক চালানোর সময় গাড়ীর কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্সসহ হেলমেট ব্যবহার করার নির্দেশনাও দেন। সড়কে শৃঙ্খলা ফেরাতে যততত্র গাড়ী পার্কিং না করার জন্য চালকদের পরামর্শ দেন। সড়কে গাড়ী চালানোর সময় গতি নিয়ন্ত্রণে রাখা,অতিরিক্ত যাত্রী তোলা কিংবা ওভারলোড পরিহার করার ও আহ্বান জানান।
কোন মন্তব্য নেই