শিরোনাম

কাউনিয়ায় নতুন পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন - Chief TV - চিফ টিভি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের  কাউনিয়ায় নতুন পাকা সড়ক নির্মাণ কাজের  উদ্বোধন করা হয়েছে। 

রবিবার(১২ মে) বিকেলে  স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রভাতী প্রকল্পের আওতায় প্রায়  2 কোটি  ব্যায়ে উপজেলার শহীদবাগ ইউনিয়নের  বুদ্ধির বাজার হতে  খলিলের ঘাট পর্যন্ত  ১ হাজার ৯০০ শত মিটার চরাঞ্চলে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেন কাউনিয়া উপজেলা পরিষদ  নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া। 

এ সময় উপস্থিত ছিলেন,  উপজেলা নির্বাহী অফিসার মহিদুল হক, উপজেলা    প্রকৌশলী কর্মকর্তা  আসাদুজ্জামান জেমি,উপজেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক  ও শহীদবাগ ইউপি চেয়ারম্যান  আলহাজ্ব আব্দুল হান্নান,   সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। রাস্তাটি পাকাকরণ কাজ শেষ হলে এলাকার  হাজার হাজার  মানুষের যাতায়াতের সুবিধা হবে।

কোন মন্তব্য নেই