শিরোনাম

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত - Chief TV - চিফ টিভি

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত - Chief TV - চিফ টিভি

জাহিদুল ইসলাম, গাইবান্ধা সদর উপজেলা প্রতিনিধিঃ

আসন্ন‌ (২১/৫/২০২৪) তারিখ চাটখিল উপজেলা নির্বাচন। আসন্ন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে গতকাল (১২/৫/২০২৪) তারিখ সারাদিন ব্যাপী ২নং রামনারায়নপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মতবিনিময় সভা করেছেন ঊড়োজাহাজ মার্কায় চাটখিল উপজেলা ভাইস-চেয়ারম্যান পদ প্রার্থী এইচ,এম আলী তাহের ইভূ। এলাকাবাসী জানান ইভু ভালো লোক আমরা বিপদে তাকে পাশে পাই, এবং বিগত সময়ে আমরা তাঁকে সাহায্য করেছি এবারও করবো ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন হারুন অর রশিদ বাহার চেয়ারম্যান ২ নং রাম নারায়নপুর ইউনিয়ন ফরহাদ হাসান সভাপতি রামনারায়ণপুর উচ্চ বিদ্যালয় গোলাপ মহিউদ্দিন জিন্ন সভাপতি রামনায়পুর ইউনিয়ন আওয়ামী-লীগ জাকির হোসেন সাবেক সভাপতি রামনারায়নপুর ইউনিয়ন যুবলীগ সোহেল রানা সাংগঠনিক সম্পাদক রামনারায়নপুর ইউনিয়ম  যুবলী।

আরও উপস্থিত ছিলেন, আবুল কাশেম, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক চাটখিল উপজেলা আওয়ামী-লীগ। আব্দুল মতিন চৌধুরী, সহ-সভাপতি ২নং রামনারায়ণপুর ইউনিয়ন । আওয়ামী-লীগ, 

শাহ্ জামাল,সদস্য ২নং রামনারায়ণপুর ইউনিয়ন পরিষদ ২নং ওয়ার্ড। রাকিব হোসেন, সভাপতি পদপ্রার্থী ২নং রামনারায়ণপুর ইউনিয়ন যুবলীগ।

কোন মন্তব্য নেই