সুন্দরবনে আগুন, কারণ জানাতে আরও সাতদিন সময় নিলো তদন্ত কমিটি - Chief TV - চিফ টিভি
আরিয়ান আহমেদ জিসান, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
আরও সাতদিন সময় নিয়েছেন সুন্দরবনে আগুন লাগার কারণ তদন্তে গঠিত কমিটি। শনিবার (১১ মে) তদন্ত কমিটির প্রধান পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) রানা দেব গণমাধ্যমকে এ তথ্য জানান।
এ বিষয়ে প্রধান বনসংরক্ষক আমীর হোসাইন চৌধুরী জানান, বনের কোথাও আগুন নেই। আগুন লাগার কারণ জানতে গত ৪মে তিন সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে। সাত কার্যদিবসের মধ্যে এ কমিটি প্রতিবেদন জমা দেবেন বলেও তখন জানানো হয়। তবে দুই কার্যদিবস হাতে রেখে আগুনের কারণ বের করতে আরও সাত কার্যদিবসের সময় নিয়েছেন কমিটি।
এদিকে আগুন লাগার পরদিন রোববার (৫মে) আগুনে সুন্দরবনে ক্ষতিগ্রস্ত জীববৈচিত্র্যের পরিমাণ নির্ণয়ে বিশেষজ্ঞ টিম গঠন করা হয়। সে সময় ওই টিমকে ১০ কার্যদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন প্রধান বনসংরক্ষক আমির হোসাইন চৌধুরী।
সুন্দরবনে আগুন, কারণ জানাতে আরও সাতদিন সময় নিলো তদন্ত কমিটি
আগুন লাগার কারণ বের করতে ওই দিনই (৪মে) তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী নুরুল করিম। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) রানা দেবকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির অপর দুই সদস্য হলেন-চাঁদপাই রেঞ্জের জিউধার স্টেশন অফিসার মো. ওবায়দুর রহমান এবং ধানসাগর স্টেশন অফিসার মোঃ রবিউল ইসলাম।
গত ৪মে দুপুরে সুন্দরবনের পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ে দুই থেকে আড়াই কিলোমিটার এলাকা জুড়ে। পরে ৪৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে বনরক্ষী, ফায়ার সার্ভিস, নৌ বাহিনী ও স্থানীয়রা মিলে সে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
কোন মন্তব্য নেই