শিরোনাম

বদলগাছী উপজেলা বাসীকে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান শামসুল আলম খাঁন - Chief TV - চিফ টিভি

বদলগাছী উপজেলা বাসীকে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন  চেয়ারম্যান  শামসুল আলম খাঁন
ছবি-প্রতিনিধি
বুলবুল আহমেদ (বুলু), বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ

আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে -নওগাঁর বদলগাছী  উপজেলার সর্বস্তরের জনগনকে আগাম ঈদ উল আযহার  শুভেচ্ছা জানিয়েছেন সফল জনপ্রতিনিধি, সমাজসেবক, জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান শামসুল আলম খাঁন। 

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন- একটি বছর ঘুরে আবার ফিরে এলো ত্যাগ ও আত্মশুদ্ধির পর্ব “কুরবানী। ঈদ মানে আনন্দ,ঈদ মানে উৎসব, ঈদ মানে সাম্য, ঈদ মানে নিজেকে বিলিয়ে দেওয়া, ক্ষুদ্রতার ঊর্ধ্বে ওঠার চেষ্টা। বৃহৎ এর সঙ্গে যুক্ত হওয়া। ঈদ মানে সবাই মিলে সুন্দর থাকা। ঈদের আমেজ ছড়িয়ে দিতে হবে সবার মাঝে।

তিনি আরো বলেন- ঈদ উল আযহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। আমাদের সব ভেদাভেদ ভুলে এক হতে শেখায়। অভাবী এবং দুস্থ ও বিপদগ্রস্তদের সাহায্যের জন্য এগিয়ে আসার প্রেরণা দেয়।

শুভেচ্ছা বার্তায়  জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান  শামসুল আলম খাঁন আরো বলেন- হযরত ইব্রাহীম (আ.) মহান আল্লাহর উদ্দেশ্যে প্রিয় বস্তুকে উৎসর্গের মাধ্যমে তাঁর সন্তুষ্টি লাভের যে অনুপম দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা মুসলিম জাহানের কাছে চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে। এই উৎসবের মধ্যদিয়ে সামর্থ্যবান মুসলমানেরা জবাইকৃত পশুর গোশত আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দিয়ে সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠা করেন।ঈদউল আযহা উপলক্ষে  ঈদের দিন নির্ধারিত স্থানে পশু কুরবানী দিয়ে পরিবেশ দূষণমুক্ত রাখতে সকলের প্রতি আহবান জানান। ঈদ মোবারক।।

কোন মন্তব্য নেই