শিরোনাম

টঙ্গীতে হঠাৎ মুষলধারে বৃষ্টি - Chief TV - চিফ টিভি

টঙ্গীতে হঠাৎ মুষলধারে বৃষ্টি
ছবি-প্রতিনিধি
মাহাবুল ইসলাম, গাজীপুর প্রতিনিধিঃ

কয়েক দিন ধরেই তীব্র তাপে পুড়ছে নগরবাসী। সঙ্গে ভ্যাপসা গরম। আর এতেই অস্বস্তিতে জনজীবন। এমন পরিস্থিতিতে স্বস্তির বৃষ্টি দেখা দিয়েছে গাজীপুর  টঙ্গীতে।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে ঢাকার বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে দেখা গেছে। এর আগে গত ১০ জুন রাজধানীর কয়েক জায়গায় বৃষ্টি হয়েছিল।

আবহাওয়াবিদ বজলুর রশীদ গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার দেশের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। দেশে গত মাসের শেষ দিকেই মৌসুমি বায়ুর প্রবেশ ঘটে। তবে দেশজুড়ে বৃষ্টি এখনো শুরু হয়নি। টঙ্গী চেরাগ আলী মার্কেট টঙ্গী হাজী মার্কেট বড় বাড়ি মার্কেট বিভিন্ন জায়গায় পানি দেখা যায় হাই রোড  গুলো পানিপূর্ণ যানবাহন সামরিকভাবে ইস্থগিত রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে। এ ছাড়া লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হয়ে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

 

কোন মন্তব্য নেই