বছর জুড়ে পূজা চেরি - Chief TV - চিফ টিভি
![]() |
| ছবি-প্রতিনিধি |
চলতি প্রজন্মের চিত্রনায়িকাদের মধ্যে অন্যতম মেধাবী একজন হলেন পূজা চেরি। এরইমধ্যে নিজের অভিনীত ছবিগুলোর মাধ্যমে সেই প্রমাণ রেখেছেন তিনি। গত ঈদে তার অভিনীত ‘লিপস্টিক’- ছবিটি ছিল বেশ আলোচনায়। আদর আজাদের সঙ্গে জুটি বেঁধে এতে কাজ করে প্রশংসিত হন পূজা। এদিকে তার অভিনীত বেশকিছু ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এ ছবিগুলোর মাধ্যমে চলতি বছর জুড়েই নির্দিষ্ট সময় পর পর দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন তিনি। এর মধ্যে অলোক হাসানের পরিচালনায় আদরের সঙ্গে পূজার ‘নাকফুলের কাব্য’- এরইমধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে। ছবিটি ঈদের পর মুক্তির কথা রয়েছে। অন্যদিকে এরইমধ্যে আদর ও পূজা অভিনীত ‘দরদিয়া’- নামক একটি ছবিও আসছে। এটি পরিচালনায় রয়েছেন কামরুজ্জামান রোমান।
এ ছাড়াও জাজ মাল্টিমিডিয়ার একটি নতুন সিনেমায়ও চুক্তিবদ্ধ হতে যাওয়ার খবর শোনা যাচ্ছে পূজার। এদিকে চলতি বছরই মা’কে হারিয়েছেন এ নায়িকা। বেঁচে থাকার সব থেকে বড় অবলম্বনকে হারিয়ে বেশ ভেঙে পড়েছিলেন তিনি। তবে শোক সামলে আবারো কাজে ফেরেন তিনি। ‘লিপস্টিক’- ছবির প্রচারণার মাধ্যমে সরব হন পূজা। এদিকে সিনেমার বাইরেও সম্প্রতি শাকিব খানের ‘হারলেন’ ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। এ ব্র্যান্ডের প্রচারে কাজ করবেন তিনি। পূজা নতুন কাজ নিয়ে বলেন, অনেক কাজ করতে হবে সেটা কখনো ভাবিনি। মনের মতো কাজ করতে চাই। তারই ধারাবাহিকতায় কয়েকটি ছবির কাজ করেছি। আরও কথা চলছে নতুন ছবি নিয়ে। দর্শকরা এ বছর আশা করছি ভিন্ন ভিন্ন চরিত্রে পূজাকে পাবেন।

কোন মন্তব্য নেই