শিরোনাম

কঙ্গনাকে থাপ্পড় মারা নারী কনস্টেবলের জন্য পুরস্কার ঘোষণা - Chief TV - চিফ টিভি

কঙ্গনাকে থাপ্পড় মারা নারী কনস্টেবলের জন্য পুরস্কার ঘোষণা
ছবি-প্রতিনিধি
বিনোদন ডেস্কঃ

ভারতের চণ্ডীগড় বিমানবন্দরে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতকে থাপ্পড় মারার ঘটনায় অভিযুক্ত সেই নারী নিরাপত্তাকর্মীকে এক লাখ রুপী পুরস্কার ঘোষণা করেছেন ভারতীয় এক ব্যবসায়ী। সেই ব্যবসায়ীর নাম শিবরাজ সিং বেইনস। তিনি পাঞ্জাবের বাসিন্দা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন তিনি। ভিডিওতে বিমানবন্দরে দায়িত্ব পালন করা সিআইএসএফ’র কনস্টেবল কুলবিন্দর কৌরের এমন কাজের অভিবাদন জানান। এ সময় তিনি পাঞ্জাবের জনগণ ও পাঞ্জাবের সংস্কৃতি রক্ষার জন্য অভিবাদন জানিয়ে সেই নারীকে পুরস্কার ঘোষণা করেন। উল্লেখ্য, ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির পক্ষে জয়ী হয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। জয়ী হয়েই বৃহস্পতিবার বিকেলে মুম্বই ছেড়ে হিমাচলে যাচ্ছিলেন তিনি। এর মধ্যে চণ্ডীগড় বিমানবন্দরে অভিনেত্রীকে থাপ্পড় মারেন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের একজন নারী সদস্য। অভিযুক্ত নারীর নাম কুলবিন্দর কৌর।

তিনি পাঞ্জাবের বাসিন্দা। মূলত এই ঘটনার সূত্রপাত ২০২১ সালে। সে সময় ভারতজুড়ে কৃষক আন্দোলন ছড়িয়ে পড়ে। আর সেই আন্দোলন নিয়ে মন্তব্য করেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। আন্দোলনরত কৃষকদের ‘খলিস্তানি’, ‘সন্ত্রাসবাদী’ বলে মন্তব্য করেছিলেন। থাপ্পড় মারা নারী নিরাপত্তাকর্মী জানান, কৃষকদের অসম্মান করে মন্তব্য করায় কঙ্গনার ওপর ক্ষুব্ধ হয়েছিলেন তিনি। অভিনেত্রীকে দেখে সেই ক্ষোভ উগ্রে ওঠে আর তাই থাপ্পড় মেরেছেন। জানা যায়, এই ঘটনার পর কুলবিন্দর কৌরকে চাকরী থেকে বরখাস্ত করা হয়েছে এবং সব রকম আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

 

    

কোন মন্তব্য নেই