বগুড়া অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
বগুড়া সদর থানাধীন ১৯ নং ওয়ার্ডের সাবগ্রাম কুরশাপাড়া ব্রিজের নিচ থেকে অজ্ঞত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার (৯জুন) সকাল ৮ টার দিকে এ লাশটি উদ্ধার করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত লাশটির পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কৃষকরা যখন তাদের কর্মস্থলে যাচ্ছিলেন তখন দেখতে পায় ব্রিজের নিচে একটি লাশ পানিতে ভাসছে । এ সময় নিহতের পরনে গেন্জি ছাড়া আর কিছু ছিলো না। তার বয়স আনুমানিক ২৫-৩০ বছরের মধ্যে হবে বলে ধারণা করা হচ্ছে ।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দিলে তারা এসে প্রথমে লাশটি উদ্ধার করে শনাক্ত করার চেষ্টা করেন। পরে পুলিশ লাশটি সদর থানায় নিয়ে যায়।
এ বিষয়ে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম বলেন, সকাল আটটার দিকে সাবগ্রাম কুরশাপাড়া ব্রিজের নিচে লাশের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে সেখানে গিয়ে লাশটি উদ্ধার করেছে।
তিনি আরো বলেন, মৃত ব্যক্তির শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। তবে এখন পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ এবং মৃত ব্যক্তির পরিচয়ও জানা যায়নি। তবে তার মৃত্যুর কারণ এবং পরিচয় জানতে আমাদের টিম কাজ করছে। লাশটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষেই জানা যাবে মৃত্যুর আসল কারণ।
কোন মন্তব্য নেই