শিরোনাম

বগুড়ায় একাধিক মামলার আসামী ব্রাজিলকে কুপিয়ে হত্যা - Chief TV - চিফ টিভি

বগুড়ায় একাধিক মামলার আসামী ব্রাজিলকে কুপিয়ে  হত্যা
ছবি-প্রতিনিধি
শুভজিৎ সরকার, স্টাফ রিপোর্টারঃ 

বগুড়ার কাহালু উপজেলাধীন মুরাইল ইউনিয়নের পোড়াপাড়া এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে বগুড়ার ২৩ মামলার শীর্ষ আসামী ব্রাজিল ইসলাম (৩০) খুন হয়েছেন।

গত শনিবার রাত সোয়া ১১ টার দিকে বগুড়া বিমানবন্দর সংলগ্ন কাহালু উপজেলা পোড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্রাজিল বগুড়া সদর থানাধীন দক্ষিণ গোদারপাড়া এলাকার শাজাহান আলীর ছেলে। তবে তিনি সম্প্রতি কাহালুর পোড়াপাড়া এলাকায় শ্বশুর বাড়িতে বসবাস করছিলেন। ব্রাজিল বগুড়া যুবদলের ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক নেতা ছিলেন। তবে সম্প্রতি তাকে আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সাথে এবং মিছিলে অংশ নিতে দেখা গেছে। তার বিরুদ্ধে এসিড, হত্যা, অস্ত্রসহ অন্তত ২৩টি মামলা রয়েছে বগুড়ার বিভিন্ন থানায়। হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা। 

এ বিষয়ে তিনি বলেন,হত্যার খবরটি পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে সেখানে গিয়ে লাশটি উদ্ধার করেন। এ সময় ব্রাজিলের শরীরে পা থেকে মাথা পর্যন্ত কোপানোর দাগ রয়েছে। কি কারণে এ হত্যাকাণ্ড এবং ঘটনার সাথে জড়িত কারা সেটি এখনও জানা যায়নি। তবে হত্যার বিষয়ে প্রাথমিকভাবে কিছু তথ্য তাদের হাতে এসেছে যার ভিত্তিতে পুলিশ তাদেরকে তদন্ত কার্যক্রম চালাচ্ছেন।

তিনি আরো বলেন, নিহত ব্রাজিলের পরিবারের পক্ষ হতে এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ বা মামলা পাননি তারা।  তবে অতি শীঘ্রই এ মর্মান্তিক হত্যাকাণ্ডের সঠিক কারণ জানতে পারবেন বলে তিনি বলেন। 

ব্রাজিলের সম্পর্কে পুলিশ সূত্র জানায়, সর্বশেষ ২০২২ সালের ২২ মার্চ পিস্তলসহ গ্রেফতার হন ব্রাজিল। পরবর্তীতে ওই বছরের ১ নভেম্বর তিনি জামিন পান।

আরোও জানা যায়, হত্যা, অস্ত্র, এসিডসহ ব্রাজিলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৩টি মামলা রয়েছে। ব্রাজিলের বিরুদ্ধে প্রথম এসিড অপরাধ দমন আইনে মামলা হয় ২০১২ সালে। এরপর একই অপরাধে একই আইনে ২০১৫ সালে আরেকটি মামলা। এরপর বিভিন্ন সময়ে বিস্ফোরক দ্রব্য আইনে ৬টি, সন্ত্রাসবিরোধী আইনে ২টি, বিশেষ ক্ষমতা আইনে ৪টি মামলা দায়ের হয়। একটি মামলায় বিশেষ ও বিস্ফোরক দুটি অপরাধ আনা হয় ব্রাজিলের বিরুদ্ধে। বাকি ৯টি মামলায় হত্যা, অস্ত্র ও মাদক রয়েছে।


কোন মন্তব্য নেই