শেরপুরে ভূমি সেবা সপ্তাহ পালিত হয় - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
‘স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক’ এই স্লোগান কে সামনে রেখে শেরপুরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ জুন শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভূমি সেবা সপ্তাহের স্টলের ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন প্রধান অতিথি শেরপুর-১ সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানুয়ার হোসেন ছানু।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) ইফফাত জাহান তুলি’র সঞ্চালনায় এবং জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল খায়রুম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম (সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী অফিসার মো: আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়াসহ জেলা প্রশাসন ও ভূমি অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং সেবা গ্রহীতা বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই