শিরোনাম

বগুড়ায় র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার - Chief TV - চিফ টিভি


 

বগুড়ায় র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
ছবি-প্রতিনিধি
শুভজিৎ সরকার, স্টাফ রিপোর্টারঃ 

বগুড়ায় আনিছুর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী শামীম রাজুকে গ্রেফতার করেছে র‍্যাব। গত শুক্রবার রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামী হলেন,বগুড়ার শিবগঞ্জ উপজেলার শেউলী গাছুপাড়া এলাকার মৃত ছানাউল্লাহ গাছুর ছেলে শামীম রাজু। 

আজ দুপুরে র‍্যাব কার্যালয় থেকে পাঠানো এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন , শামীম রাজু ২০০৬ সালে আনিছুর রহমানের কাছ থেকে একটি ধানের জমি বর্গা নেয়। শামীম রাজু ওই জমিতে ধান ফলায় এবং ১ ডিসেম্বর ধান কাটার পর আনিছুরের ভাগকৃত ধান নিয়ে তার বাড়িতে আসতে বলে। পরবর্তীতে ধান নিয়ে শামীম রাজু সন্ধ্যায় আনিছুরের বাড়িতে যায়। তার বাড়িতে থাকাকালীন শামীম রেজা আনিছুরকে হত্যা করে। পরে নিহতের ভাই আঃ আজিজ হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ শুনানির পর ২০২৩ সালের ৩০ নভেম্বর আসামী শামীম রেজাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন আদালত।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মামলায় আসামী শামীম রেজা ৩ বছর ৬ মাস জেল খেটে জামিনে বের হয় এবং ছদ্মবেশে আত্মগোপন করে সংসার করতে থাকে। এছাড়া গ্রেফতার এড়াতে সবার অজান্তে গাজীপুর এলাকায় ছদ্মবেশে অটো রিক্সা চালাতো। আইনগত ব্যবস্থা নিতে আসামীকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

কোন মন্তব্য নেই