পাঁচবিবিতে ভুতালের মোর টু ফতেপুর রাস্তায় কালভার্ট ভেঙ্গে যান চলাচল বন্ধ - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলাধীন আওলাই ইউনিয়নের ভুতালের মোর টু ফতেপুর রাস্তায় কালভার্ট ভেঙ্গে দশটি গ্রামের প্রায় দশ হাজার মানুষের একমাত্র রাস্তায় যানচলাচল দুইদিন যাবত বন্ধ রয়েছে।এতে করে কৃষি নির্ভর এই এলাকার মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এলাকার স্থানীয় বাসিন্দা ও ধান-চালের আরৎদার মোঃআঃমজিদ মধু বলেন,ব্রিজটির মেরামত অতি দ্রুত না হলে কৃষি নির্ভর এই এলাকার মানুষজন চরম ক্ষতির মুখে পরবে। এলাকার মানুষের দাবী অতি তারাতারি যেন কালভার্টটি মেরামত কাজ সম্পন্ন হয়। এ ব্যাপারে তারা সংশ্লিষ্ট সকলের সূ-দৃষ্টি কামনা করছে।
কোন মন্তব্য নেই