পীরগঞ্জের খালাশপীরে কোরবানি ঈদকে সামনে রেখে গরু ছাগল কেনা-বেচা ব্যাপক জমে উঠেছে - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী খালাশপীর হাটে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কুরবানীর পশু ক্রয় বিক্রয় চলিতেছে। পীরগঞ্জ উপজেলার মধ্যে সব থেকে বড় হাট এই খালাশপীর এর হাট। দূর-দূরান্ত থেকে গরু কিনতে ও বেচতে ব্যস্ত সময় পাড় করছেন ক্রেতা ও বিক্রেতারা। ঈদের এখনো পাঁচ থেকে ছয় দিন বাকি থাকায় তেমন ক্রয় বিক্রয় চলতেছে না। হাটের ইজারাদাররা বলতেছেন আরো দুই এক দিন পর তুমুল হারে ক্রয় বিক্রয় শুরু হবে। খালাশপীর হাট ঘুরে দেখা গেছে বাড়িতে পালন করা দেশী গরু ছাগল বেশী বিক্রি করছেন। খামারি বিদেশী গরু ছাগল খুব কম চোখে পড়েছে ।
উক্ত খালাশপীরে প্রতি শুক্রবার ও সোমবার হাট বসে থাকে। সপ্তাহের এই দুইদিনে পশু ক্রয় বিক্রয় চলে। গরু ক্রেতারা বলছেন পছন্দের পশু কিনতে একটু হিম শিম খাচ্ছি অনেক মূল্য দিয়ে কিনতে হচ্ছে। এদিকে বিক্রেতারা বলছেন পশু পালন করতে অনেক খরচা হয়েছে তেমন ভালো দাম পাচ্ছি না বিক্রয় করে। এদিকে যারা ক্রয় করতেছেন তাদেরও অনেক মূল্য দিয়ে পশু ক্রয় করতে হচ্ছে। আর পশুদের খাবারে মূল্য বৃদ্ধি হওয়ায় বিক্রেতারাও বেশি একটা লাভবান হতে পারতেছে না ।
কোন মন্তব্য নেই