শিরোনাম

রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ইন্সপেক্টর শাহীনুজ্জামান - Chief TV - চিফ টিভি

রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ইন্সপেক্টর শাহীনুজ্জামান
ছবি-প্রতিনিধি
শুভজিৎ সরকার, স্টাফ রিপোর্টারঃ 

রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ ইউনিটের পুরস্কার পেয়েছে বগুড়া জেলা পুলিশ। একই সাথে মে মাসের শ্রেষ্ঠ ইন্সপেক্টর (তদন্ত) এর পুরস্কার পেয়েছেন বগুড়া সদর থানার তদন্ত ওসি শাহীনুজ্জামান।

মঙ্গলবার সকালে রাজশাহী রেঞ্জ কার্যালয়ের পদ্মা কনফারেন্স হলে এ পুরস্কার তুলে দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান।

এ সময় বগুড়া পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) সুদীপ কুমার চক্রবর্ত্তীসহ রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিন শ্রেষ্ঠ জেলাসহ ৬টি ক্ষেত্রে সেরা হয়েছেন বগুড়া জেলা পুলিশ। 

গৌরবের কৃতিত্ব সেরা অর্জন করেছেন শাহীনুজ্জামান।তিনি বগুড়া সদর থানার ওসি তদন্ত হিসেবে এক বছরে  ৪ বার রেঞ্জে সেরা এবং ১১ বার জেলায় সেরা হয়ে এই কৃতিত্ব অর্জন করেন ।

কোন মন্তব্য নেই