বগুড়ার দুপচাঁচিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে বগুড়ার দুপচাঁচিয়ায় বাইক চালকদের নিয়ন্ত্রণ করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। তালোড়া টু দুপচাঁচিয়া রোডসহ উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান চলে। কিশোরগ্যাং ও বেপরোয়া বাইক চালকদের সড়ক দুর্ঘটনা রোধে এই অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথি। এ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন দুপচাঁচিয়া থানা পুলিশ ও গ্রাম পুলিশ। দিনব্যাপী এ অভিযানে বাইক চালকদের ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির কাগজপত্র না থাকায় ৬ জনের কাছ থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় ভ্রাম্যমান আদালতের পেশকার জিল্লুর রহমান সাথে ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথি বলেন, ঈদ ও ঈদ পরবর্তী সময়ে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
কোন মন্তব্য নেই