বোয়ালিয়া ইউনিয়ন হেল্পলাইন এর পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় দরিদ্র পরিবারের মাঝে সেচ্ছাসেবী সংগঠন বোয়ালিয়া ইউনিয়ন হেল্পলাইন কালুখালী রাজবাড়ী বেশ কিছু পরিবার এর মাঝে ঈদ সামগ্রী বাজার বিতরণ করেন।১৫,৬,২৪ তারিখ শনিবার সকাল ১০ টা থেকে ঈদ সামগ্রী বাজার বিতরণ এর কার্যক্রম শুরু করে। বোয়ালিয়া ইউনিয়ন হেল্পলাইন এর সদস্য গণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ঈদ সামগ্রী বাজার পৌঁছে দেয়। বোয়ালিয়া ইউনিয়ন হেল্পলাইন এর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ এনামুল মন্ডল বলেন যে আমরা মানবতার পথে মানুষের পাশে বোয়ালিয়া ইউনিয়ন হেল্পলাইন মানুষের কল্যাণে কাজ করে। তিনি আরো বলেন বোয়ালিয়া ইউনিয়ন হেল্পলাইন সব সময় দরিদ্র পরিবার, পথশিশু, রক্তদান থেকে বিভিন্ন সামাজিক মূলক এর কাজ করে থাকে। তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন বোয়ালিয়া ইউনিয়ন হেল্পলাইন সংগঠন এর জন্য যারা অর্থ, সময় দিয়ে পাশে থেকেছে ।
কোন মন্তব্য নেই