শিরোনাম

নীলফামারীর কিশোরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে এক নারীর মৃত্যু - Chief TV - চিফ টিভি

কিশোরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে এক নারীর মৃত্যু
ছবি-প্রতিনিধি
আসিফ ইশতিয়া লিওন,নীলফামারী প্রতিনিধিঃ 

নীলফামারীর কিশোরগঞ্জে জমি সংক্রান্ত জেরে মারপিটের ঘটনায় সুফলা রানী (৭০) নামে এক বৃদ্ধার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ। 

শুক্রবার (৭জুন)সকালে বিষয়টি নিশ্চিত করেন অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র মন্ডল। বৃহস্পতিবার বিকালে সদর ইউনিয়নের মুশা হিন্দু পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা একই গ্রামের মৃত রজনী কান্ত রায়ের স্ত্রী।  

এজাহার ভুক্ত আসামীরা হলেন- বড়ডুমরিয়া কামারপাড়া গ্রামের সুরজিত চন্দ্র রায়ের স্ত্রী অনিতা রানী রায় (৩৪), বিন্ন‍্যাকুড়ি রুপ চানপাড়া গ্রামের মৃত ললিত চন্দ্র রায়ের স্ত্রী নির্মলা রানী রায় (৬১) ও কেদার চন্দ্র রায়ের ছেলে উজ্জ্বল চন্দ্র রায় (১৯)। 

নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে  অভিযুক্তদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। বৃহস্পতিবার বিকালে তারা ট্রাক্টর দিয়ে জোড় পূর্বক নিহত সুফলা রানীর জমি চাষ করছিলেন। এ সময়ে তারা সেটি দেখতে পেয়ে বাধা দেয়। তাদের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে মারপিটের ঘটনা ঘটে। এতে সুফলা রানী সহ দুইজন গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দায়িত্বরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুফলা রানীর মৃত্যু হয়। 

এ বিষয়ে অফিসার ইনচার্জ আরও বলেন, এজাহার ভুক্ত আসামীদের গ্রেফতার ও আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

কোন মন্তব্য নেই