সৈয়দপুরে কোরবানির জন্য প্রস্তুত হচ্ছে ‘রাজা বাহাদুর’ ও ‘শের ই আফগান’- Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
নীলফামারীর সৈয়দপুরে খামারিরা কোরবানির ঈদে পশুদের পরিচর্যার কাজে নিজেদের ব্যস্ত রেখেছেন। লাভের আশায় বেশিরভাগ খামারি পশু লালন পালন করলেও কিছু খামারি লাভের কথা মাথায় না নিয়ে নজরকাড়া পশু পালছেন শখের বসে।
এসব নজরকাড়া গরু বিক্রিতে লোকসান হবে জেনেও অকৃত্রিম ভালোবাসায় সন্তানের মতো লালন-পালন করেছেন। পুরো জেলায় সবচেয়ে ব্যতিক্রম ১৫ থেকে ২০ মণ ওজনের হৃষ্টপুষ্ট দর্শনীয় পশু হাতেগোনা কয়েকটি রয়েছে।
সৈয়দপুরের বিউটি এগ্রো ফার্মের হোয়াইট ও ব্লাক ডায়মন্ডের মতো ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা আরও একটি খামারে মিলেছে আরও দুটি ষাঁড়। শখ করে নাম রাখা হয়েছে ‘রাজা বাহাদুর’ ও ‘শের ই আফগান’। প্রচণ্ড তাপদাহের কারণে ২৪ ঘণ্টা এদের ফ্যানের নিচে রাখা হয়।
খামারে ৬ থেকে ৮ মণ ওজনের আরও কিছু আকর্ষণীয় পশু থাকলেও ‘রাজা বাহাদুর’ ও ‘শের ই আফগান’ ক্রস জাতের ষাঁড় দুটি ব্যতিক্রম বৈশিষ্ট ও আকর্ষণীয় শারীরিক কাঠামোর। পশু দুটি দেখলেই এক নজরেই মানুষের নজর কাড়বে। ছোট থেকেই খামারে লালন পালন করা ২০ মাস বয়সের রাজা বাহাদুর ও শের ই আফগানের উচ্চতা যথাক্রমে ৫ ফিট ১০ ইঞ্চি ও ৫ ফিট ১১ ইঞ্চি।
এদের ওজন ১৮ থেকে ২০ মণের মধ্যে। অনেক খামারি কোরবানির পশু মোটাতাজা করতে বিভিন্ন ফিড বা ভ্যাকসিন ব্যবহার করলেও এখানে শতভাগ অর্গানিক খাবার ধানের গুড়া, ভুট্টা, মশুরের ডাল, খৈল, ছোলার খুদি, ঘাস ও বিচালী পশুদের খাওয়ানো হয়। এখনও হাটে তোলা বা দাম নির্ধারণ করা হয়নি।
কোন মন্তব্য নেই