নীলফামারীর কিশোরগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
"স্মার্ট ভূমিসেবা স্মার্ট নাগরিক "স্লোগানে নীলফামারীর কিশোরগঞ্জে ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। শনিবার থেকে শুরু হয়ে শুক্রবার পর্যন্ত চলবে সেবা সপ্তাহের কার্যক্রম। শনিবার (৮জুন) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে ফিতা কেটে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
এ সময়ে সহকারী কমিশনার (ভূমি) মো: মঈন খান এলিসের সভাপতিত্বে নীলফামারী ৪ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি রেজাউল আলম স্বপন,উপজেলা ভেটেরিনারি সার্জন ডা.মো: নাহিদ সুলতান, স্থানীয় প্রেস ক্লাবের সভাপতি আবু হাসান শেখ তনা, থানা পুলিশের উপ-পরিদর্শক হাবিবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন ৷
কোন মন্তব্য নেই