শিরোনাম

সরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ - Chief TV - চিফ টিভি

সরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ
ছবি-প্রতিনিধি
মাহাবুল ইসলাম, গাজীপুর প্রতিনিধিঃ

দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার।   

এখন থেকে সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত চলবে অফিসের সময়সূচি। দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত থাকবে নামাজের বিরতি।   

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (৩ জুন) মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানিয়ে বলেন, ঈদুল আযহার ছুটির পর প্রথম রবিবার থেকে এই নতুন সময়সূচি কার্যকর হবে।

কোন মন্তব্য নেই