আবার স্বেচ্ছায় পদত্যাগ করলেন রনি - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
বগুড়া জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। গত ২৯ মে অনুষ্ঠিত বগুড়া সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হবার পর থেকে স্বেচ্ছায় এসব সংগঠন থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন।
এবার বগুড়া জেলা সমাজ কল্যাণ পরিষদ থেকেও স্বেচ্ছায় পদত্যাগ করলেন সুলতান মাহমুদ খান রনি। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকে বগুড়ার সদর উপজেলায় নির্বাচনে অংশগ্রহণ করেন তিনি। বগুড়া সদর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদে মোট তিনজন প্রার্থী অংশগ্রহণ করেন।
নির্বাচনটি গত ২৯ শে মে কোন বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সম্পূর্ণ হয়। এতে শুভাশিষ পোদ্দার লিটন (আনারস) এর কাছে বিপুল ব্যবধানে তিনি পরাজিত হয়। ভোটে পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক সংগঠন থেকে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন।
প্রথমে বগুড়া জেলা ক্রিড়া সংস্থা থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন। পরে বগুড়ার ডায়বেটিক সমিতির আজীবন ও নির্বাহী সদস্য পদ থেকেও স্বেচ্ছায় পদত্যাগ করেন পরাজিত সুলতান মাহমুদ খান রনি। দুটি সংগঠনের ভিন্ন দুটি পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের পর এবার তিনি (০৩জুন) বগুড়া জেলা সমাজ কল্যাণ পরিষদ থেকেও স্বেচ্ছায় পদত্যাগের জন্য বগুড়া জেলা প্রশাসক ও সংগঠনটির সভাপতি বরাবর একটি লিখিত আবেদন জমা দেন। তবে তিনি এখন পর্যন্ত বগুড়া জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা পদে তিনি আছেন।
কোন মন্তব্য নেই