শিরোনাম

নীলফামারী কিশোরগঞ্জে চাঁদাবাজ চক্রের ৪ সদস্য গ্রেফতার - Chief TV - চিফ টিভি

নীলফামারী কিশোরগঞ্জে চাঁদাবাজ চক্রের ৪ সদস্য গ্রেফতার - Chief TV - চিফ টিভি
ছবি প্রতিনিধি
আসিফ ইশতিয়া লিওন,নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জে পরিবহনে চাঁদাবাজির অভিযোগে এ চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব ১৩। তারা দীর্ঘদিন ধরে রাতে চলন্ত গাড়ি থামিয়ে চাঁদা আদায় করতেন বলে জানা যায়।

সোমবার (১০ জুন) রাতে শহরের মাগুড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- মাগুড়া নদীরপার এলাকার মৃত জয়নার আবেদীনের ছেলে খায়রুল ইসলাম (৪০),মাগুড়া আকালীবেচা পাড়া গ্রামের মৃত আজিজুল ইসলামের ছেলে ইয়াকুব আলী ( ৪০),মাগুড়া নাদীপাড় এলাকার মৃত জয়নার আবেদীনের ছেলে রশিদুল ইসলাম (৪৮) ও মাগুড়া নদীরপাড় এলাকার মৃত জয়নার আবেদীনের ছেলে শুকারু( ৫৫)।

র‍্যাব ১৩ প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়,তারা দীর্ঘদিন ধরে রাস্তায় চলন্ত বাস,ট্রাক, অটোসহ বিভিন্ন যানবাহন আটকিয়ে জোড়পৃর্বক চাঁদা আদায় করতেন। চাঁদা না দিলে গাড়ি চালকদের মারধরসহ বিভিন্ন ভয়ভীতি দেখানো হতো এমন অভিযোগের ভিত্তিতে র‍্যাব ১৩ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন ।

র‍্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ  বিষয়টি নিশ্চিত করেছেন।

কোন মন্তব্য নেই