শিরোনাম

বগুড়ায় র‍্যাবের অভিযানে হত্যা মামলার আসামী গ্রেফতার - Chief TV - চিফ টিভি

বগুড়ায় র‍্যাবের অভিযানে হত্যা মামলার আসামী গ্রেফতার - Chief TV - চিফ টিভি
 ছবি প্রতিনিধি
শুভজিৎ সরকার,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ায় আলী হাসান হত্যা মামলায় পলাতক আসামি সিল্কী বেগমকে(৫২) গ্রেফতার করেছে র‍্যাব-১২। গত সোমবার বিকালে বগুড়া সদর থানাধীন পুরান বগুড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি হলেন,বগুড়া সদর থানাধীন  শহরদিঘী পশ্চিমপাড়া এলাকার মৃত সিরাজ সওদাগরের স্ত্রী সিল্কী বেগমকে(৫২)।

আজ সকাল ১০টার দিকে র‍্যাব কার্যালয় থেকে পাঠানো এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন।

উল্লেখ্য,গত ১৫ মে বগুড়া জেলার সদর থানাধীন মালগ্রাম শান্তিনগর এলাকার আলী জিন্না (৫৪) বগুড়া সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন যে, তার ছেলে আলী হাসান (৩২) ও আসামী সবুজ তারা দুই বন্ধু। তার ছেলে জেলে থাকায় তার বন্ধু তার বউয়ের সাথে পরকিয়া প্রেমে লিপ্ত হয়। পরবর্তীতে তারা আপোষ মিমাংসা করে পুনরায় তারা একত্রে চলাফেরা করে। কিন্তু গত ১৪ মে আলী হাসানকে কৌশলে আসামি সবুজ তার বাড়িতে নিয়ে যায় এবং ধারালো চাকু দ্বারা হত্যা করে। এই মামলার প্রেক্ষিতে র‍্যাব-১২ ছায়াতদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে। 

তিনি আরো বলেন,বগুড়া র‍্যাব-১২ একটি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, হত্যা মামলার আসামী সিল্কী বেগমকে সদর থানা এলাকায় অবস্থান করছে। এই গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার ১০ জুন বিকাল ৫টার দিকে বগুড়া সদর থানাধীন অবদা গেইট পুরান বগুড়া এলাকায় অভিযান পরিচালনা করে সিল্কী বেগম (৫২) গ্রেফতার করতে সক্ষম হয়।

এছাড়াও তিনি জানান,মামলার পর থেকেই আসামি ছদ্মবেশে আত্মগোপন করে। এছাড়া গ্রেপ্তার এড়াতে সবার অজান্তে দেশের বিভিন্ন জায়গায় থাকতেন। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

কোন মন্তব্য নেই