শিরোনাম

ঠাকুরগাঁওয়ে ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত - Chief TV - চিফ টিভি

ঠাকুরগাঁওয়ে ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত
ছবি-প্রতিনিধি
মোহাম্মদ রায়হান, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও সদর উপজেলায় রাস্তা পারাপারের সময় ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় আবদুল্লাহ আল মামুন নামের চার বছরের এক শিশু নিহত হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার ভূল্লী-পাঁচপীর সড়কের সিংগিয়া কলোনিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুন উপজেলার সিংগিয়া কলোনিপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে শিশু আবদুল্লাহ আল মামুন দৌড়ে বাড়ির পাশের ভূল্লী-পাঁচপীর সড়ক পার হচ্ছিল। এ সময় ভূল্লী থেকে একটি ব্যাটারি চালিত ইজিবাইক পাঁচপীরের দিকে যাচ্ছিল। ইজিবাইকটি রবিউলের বাড়ির কাছে পৌঁছালে সড়ক পার হতে যাওয়া শিশুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়।

ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল উদ্দীন বলেন, দুর্ঘটনার পর চালককে আটক করে ব্যাটারি চালিত ইজিবাইকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

কোন মন্তব্য নেই