শিরোনাম

ইসরাইলের তিন দফার যুদ্ধবিরতি প্রস্তাবে যা বলা হয়েছে - Chief TV - চিফ টিভি

ইসরাইলের তিন দফার যুদ্ধবিরতি প্রস্তাবে যা বলা হয়েছে
ছবি-প্রতিনিধি
ডেস্ক নিউজঃ

হামাসের প্রতি ইসরাইল প্রস্তাবিত তিন দফা চুক্তির বিস্তারিত শুক্রবার জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, এই চুক্তি গাজায় থাকা বাকি জিম্মিদের মুক্তি এবং প্রায় ৮ মাস ধরে চলা ভয়াবহ এই যুদ্ধকে ইতির দিকে নিয়ে যাবে। বাইডেন আরও বলেন, ইসরাইল এবং হামাসের প্রতি আহ্বান জানান এমন একটি চুক্তিতে আসতে, যাতে যুদ্ধবিরতির জন্য বাকি জিম্মিদের মুক্তি দেয়া যায়। তিনি আরও বলেন, ইসরাইলে বড় আকারে আরেকটি হামলা করার সক্ষমতা এখন আর হামাসের নেই। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। 

হোয়াইট হাউস থেকে ডেমোক্রেটিক দলের এই প্রেসিডেন্ট এই প্রস্তাবকে টেকসই একটি যুদ্ধবিরতি এবং সব জিম্মির মুক্তির জন্য একটি রোডম্যাপ বলে উল্লেখ করেন। তিনি বলেন- প্রস্তাবিত চুক্তির তিন দফার মধ্যে প্রথম দফা স্থায়ী হবে ৬ সপ্তাহ। এর সঙ্গে থাকবে পূর্ণাঙ্গ একটি যুদ্ধবিরতি। গাজায় লোকজনের বসবাস আছে এমন সব এলাকা থেকে ইসরাইলি সেনাদের প্রত্যাহার করা হবে। নারী, প্রবীণ এবং আহত সহ সব জিম্মিকে মুক্তি দিতে হবে। বিনিময়ে ফিলিস্তিনি কয়েকশত বন্দিকে মুক্তি দেয়া হবে।

এ পর্যায়ে আমেরিকান জিম্মিদেরও মুক্তি দিতে হবে। যেসব জিম্মিকে হত্যা করা হয়েছে, তাদের অবশিষ্টাংশ পরিবারের কাছে ফেরত দিতে হবে। প্রথম দফার এ সময়ে মানবিক সহায়তা বৃদ্ধি করা হবে। প্রতিদিন গাজায় ৬০০ ট্রাক ত্রাণ পাঠানোর অনুমতি দেয়া হবে। 

দ্বিতীয় দফায় পুরুষ সেনাদের সবাইকে সহ বাকি সব জিম্মিকে মুক্তি দিতে হবে। গাজা থেকে ইসরাইলি বাহিনীকে প্রত্যাহার করা হবে। বাইডেন বলেন, অস্থায়ী এই যুদ্ধবিরতি যতদিন হামাস মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে ততদিনে তা শত্রুতা বন্ধের স্থায়ী একটি অবস্থায় নিয়ে যেতে পারে। 

তৃতীয় দফায় গাজায় বিশাল আকারে পুনর্গঠন শুরু হবে। যুদ্ধে সেখানে দশকের পর দশক ধরে ধ্বংসলীলা চালানো হয়েছে। সব অবকাঠামো নির্মাণ করা হবে। বাইডেন স্বীকার করেন, এই চুক্তিকে ধরে রাখা কঠিন হবে। চুক্তির প্রথম দফা থেকে দ্বিতীয় দফায় পৌঁছাতে বেশ সমঝোতা প্রয়োজন হবে। 

বাইডেনের এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন ইসরাইলি সেনাবাহিনী রাফার কেন্দ্রীয় অঞ্চলে ধ্বংসলীলা, হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। দক্ষিণাঞ্চলে তাদের নৃশংসতা বৃদ্ধি পাচ্ছে। তবু ইসরাইলের ওই প্রস্তাবকে সত্যিকার একটি সমাধানমূলক মুহূর্ত বলে অভিহিত করেছেন বাইডেন। তিনি বলেন, হামাস একটি যুদ্ধবিরতি চায়। তারা আসলেই তা চায় কিনা তা প্রমাণের ক্ষেত্রে ইসরাইলের এই দফাভিত্তিক চুক্তি একটি সুযোগ। 

প্রেসিডেন্ট জো বাইডেনের মাধ্যমে এই যে যুদ্ধবিরতির প্রস্তাব দেয়া হয়েছে, একে ইতিবাচক হিসেবে দেখছে হামাস। তারা মনে করছে এই প্রস্তাব গাজায় স্থায়ী যুদ্ধবিরতি আনতে পারে। হামাস এক বিবৃতিতে বলেছে, হামাস এ প্রস্তাব নিয়ে ইতিবাচকভাবে কাজ করতে প্রস্তুত। তা হতে হবে স্থায়ী যুদ্ধবিরতির জন্য যেকোনো গঠনমূলক প্রস্তাব। তার ফলে গাজা উপত্যকা থেকে পুরোপুরি ইসরাইলি সেনাদের প্রত্যাহার করতে হবে। গাজায় পুনর্গঠন করতে হবে। বাস্তুচ্যুত মানুষকে ফিরতে দিতে হবে। সত্যিকার অর্থে বন্দিবিনিময় পুরোপুরি পালন করতে হবে। ওদিকে প্রেসিডেন্ট বাইডেনের মাধ্যমে দেয়া ইসরাইলের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান উরসুলা ভন ডার লিয়েন। তিনি বলেছেন, এর ফলে যুদ্ধের অবসান ঘটতে পারে।


 

কোন মন্তব্য নেই