শিরোনাম

বগুড়ায় ৫ লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি শুরু - Chief TV - চিফ টিভি

বগুড়ায় ৫ লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি শুরু
ছবি-প্রতিনিধি
শুভজিৎ সরকার,স্টাফ রিপোর্টারঃ

শিশুর মেধা বিকাশ ও শারীরিক গঠন স্বাভাবিক রাখতে এবং বিভিন্ন রোগ থেকে শিশুকে রক্ষার্থে বগুড়ায় ৫ লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর বগুড়া পৌরসভা কর্তৃক বিভিন্ন সংগঠন। 

আজ শনিবার সকাল আটটা থেকে শুরু করে বিকাল ৪ টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। এ সময় ছয় মাসের শিশু থেকে শুরু করে পাঁচ বছর পর্যন্ত বিভিন্ন শিশুকে এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। 

বগুড়া সাতমাথাসহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকায় এ কর্মসূচি মাধ্যমে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা শিশুদের এখানে এ ক্যাপসুল প্রদান করেন। 

প্রতি বছরের মত এবার বগুড়ায় ৬ থেকে ১১ মাস বয়েসী ৫৯ হাজার ২৬১জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৪১ হাজার ৫৭২জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার মোট ২ হাজার ৭৮৬টি কেন্দ্রে ৫ হাজার ৫৭২ জন স্বেচ্ছাসেবী এই কাজে বাস্তবায়ন করবেন।

কোন মন্তব্য নেই