শিরোনাম

বগুড়া নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো বিশ্ব দুগ্ধ দিবস - Chief TV - চিফ টিভি

 

বগুড়া নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো বিশ্ব দুগ্ধ দিবস
ছবি-প্রতিনিধি
শুভজিৎ সরকার,স্টাফ রিপোর্টারঃ

বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য এ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গাতে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকাল সাড়ে ১০ টায় বগুড়া জেলা প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তন হল রুমে প্রান্তিক খামারিদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এই সময় বগুড়া জেলা প্রাণিসম্পদ অফিসার আনিছুর রহমান এর সভাপতিত্বে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বগুড়া -৬ আসনের জাতীয় সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) মেজবাউল করিম ও শরাফত ইসলাম। 

এছাড়াও  বিশ্ব দুগ্ধ দিবস-২০২৪ এ খামারিদের মধ্যে থেকে অনেকেই বক্তব্য রাখেন। আলোচনা সভায় বক্তারা বলেন, মেধাবী প্রজন্ম গড়তে হলে তাদের পুষ্টির চাহিদা নিশ্চিত করতে হবে। আর পুষ্টির চাহিদা নিশ্চিতে দুধপানের কোন বিকল্প নেই। দুধে মানবদেহের জন্য প্রয়োজনীয় প্রচুর পরিমাণে শোষণযোগ্য ক্যালসিয়াম এবং আমিষ, শর্করা, ভিটামিন, খনিজ, চর্বিসহ অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে।

আলোচনা সভা শেষে শিশুদের মাঝে দুধ ও চিত্র অংকন প্রতিযোগিদের পুরষ্কার বিতারন করেন বগুড়া -৬ আসনের জাতীয় সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু।


কোন মন্তব্য নেই