শিরোনাম

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার - Chief TV - চিফ টিভি


নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার
ছবি-প্রতিনিধি
এ কে নোমান, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাট উপজেলা থেকে হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী সিহাব হোসেন (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৫। 

বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে র‍্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আটক সিহাব জয়পুরহাট জেলার সদর উপজেলার কেশবপুর কাশিয়াবাড়ী গ্রামের মো: রুমির ছেলে।  

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গত ২৬ মে পাওনা টাকার জের ধরে আসামী সিহাব হোসেনসহ বেশ কয়েকজন মিলে আব্দুল মজিদ বুলু নামে এক ব্যক্তিকে জয়পুরহাট সদর উপজেলার কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ওয়াশ রুমে নিয়ে গিয়ে মারধর করে।

এরপর  স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আব্দুল মজিদকে উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেই রাতেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় মৃতের ছেলে আজাদ হোসেন বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেন। এরপর সেই মামলায় র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি অভিযানিক দল সিহাবকে নওগাঁর ধামইরহাট উপজেলার রূপনারায়নপুর এলাকা থেকে গ্রেফতার করে।


কোন মন্তব্য নেই