কুড়িগ্রামে বাল্যবিবাহ বন্ধে সেমিনার ও কিশোরীদের ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান- Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
নারায়ণপুর ইউনিয়ন যুব সংগঠনের বাস্তবায়নে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও মহিদেব যুব সমাজ কল্যান সমিতির সহযোগিতায় বাল্যবিবাহ বন্ধে শীর্ষক সেমিনার কিশোরীদের ফুটবল টুনাম্যান্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুরে বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ সরকার কলেজ মাঠে ১২ টায় অনুষ্ঠানের কর্মসূচি শুরু হয়।
এ সময় বক্তারা বাল্যবিবাহের কুফল সম্পর্কে কথা বলেন, বাল্যবিবাহের ফলে কিশোরীদের সমস্যার কথা তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম রুবেল, নারায়ণপুর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান,নারায়নপুর ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি শাহ আলম,মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির ফিল্ড ফ্যাসিলিটেটর গোবিন্দ মালাকর,সহ অনন্যরা।
কোন মন্তব্য নেই