শিরোনাম

রাণীশংকৈলে দিনমজুরকে কারাদন্ডর প্রদান করার বিরুদ্ধে মানববন্ধন - Chief TV - চিফ টিভি

রাণীশংকৈলে দিনমজুরকে কারাদন্ডর প্রদান করার বিরুদ্ধে মানববন্ধন
ছবি-প্রতিনিধি
মোহাম্মদ রায়হান, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাতিহার পশুর হাট থেকে গতকাল শনিবার মোস্তাফিজুর রহমান নামে খেটে খাওয়া দিনমজুরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) আর্নিকা আক্তার।

রবিবার (৯জুন) দুপুরে এ নিয়ে উপজেলা পরিষদ এর মূল ফটকের সামনে রাণীশংকৈল এসিল্যান্ডের অন্যায়ভাবে ওই দিনমজুরকে কারাদন্ডর প্রদান করার বিরুদ্ধে এলাবাসীর ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ জয়ভিম কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রসেনজিৎ দাস মলয়, কাতিহার বাজারে বিশিষ্ট ব্যবসায়ী মো. রেজাউনুল হক রনজু, সমাজসেবী মো. সফিকসহ অনেকেই।

মানববন্ধনে বক্তারা বলেন, কাতিহার হাট ইজারাদারকে জেল অথবা জরিমানা না করে হাটের খেটে খাওয়া সামান্য দিনমজুর মোস্তাফিজুর রহমানকে কারাদণ্ড দেয়া এটা আইনের মধ্যে পড়েনা। তাই এটি একটি অমানবিক কাজ বলে বক্তারা তাদের বক্তব্যে তুলে ধরেন। বক্তারা এমন স্বেচ্ছাচারী অমানবিক এসিল্যান্ডের দ্রুত বদলি চান এবং প্রতিটি পশুর হাটে অতিরিক্ত টোল আদায় রোধে প্রশাসনকে আরো সজাগ হবার আহ্বান জানান।

কোন মন্তব্য নেই