নীলফামারীতে মায়ের কাছে নেশার টাকা না পেয়ে আত্মহত্যা - Chief TV - ছবি-প্রতিনিধি
![]() |
ছবি-প্রতিনিধি |
নীলফামারীর ডোমারে মায়ের কাছে নেশার টাকা চেয়ে না পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রাব্বী ইসলাম (২০) নামের এক যুবক।
রবিবার (২ জুন) ডোমার উপজেলার বড় রাউতা মাদ্রাসা পাড়ার এক আমগাছ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাব্বী ইসলাম মাদ্রাসা পাড়া এলাকার নিয়াজ আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাব্বী নিয়মিত মাদক সেবন করতেন। মাদক সেবনের জন্য মায়ের কাছ থেকে প্রায়ই টাকা নিতেন। এরই ধারাবাহিকতায় আবারও তার মায়ের কাছে টাকা চান। তার মা দিতে না পারলে সে আম গাছে ওঠেন। এ সময় তার মা তাকে ডাকা ডাকি করলে সে বলে আম পারার জন্য গাছে উঠেছে বলে জানান। এরপর সেখানেই গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে পড়েন।
ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসীন আলী জানান,মায়ের কাছ থেকে টাকা না পেয়ে বাড়ির সামনে আম গাছের ডালে তার মায়ের ব্যবহৃত ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নিয়ে সে আত্মহত্যা করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কোন মন্তব্য নেই