পঞ্চগড় আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল ছাড়া কোন কাজ হয় না - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
আজ সোমবার (৩ জুন) দুপুরে পঞ্চগড়ের পাসপোর্ট অফিসে পাসপোর্ট ভুক্তভোগীরা দালাল ছাড়া অফিসে যেতে পারছে না।
ভুক্তভোগীরা জানায়,একটু নামের বানান ভুল হলে ঠিক করে আনতে বলে অফিসের পাসে মামুনের দোকান দেখিয়ে দেয়। মামুনের দোকানে গেলে মামুন একটি সাদা কাগজে লেখে দিলে অফিসে নিয়ে গেলে তা ঠিক হয়ে যায়।
ভুক্তভোগীরা আরো জানায়, ১ টা বাজলে অফিস বন্ধ করে দেয়। বিভিন্ন জায়গা থেকে আসা লোকজন চরম বিপাকে পড়ে ভুক্তভোগীরা।
এদিকে পঞ্চগড় আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা মোহাম্মদ মৃদুল ভুঁইয়া এর সাথে এ বিষয় নিয়ে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরা সামনে কথা বলতে রাজি হয় নি।
কোন মন্তব্য নেই