ধুনটে ভোট কেন্দ্র পরিদর্শনে জেলা পুলিশ সুপার- Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বগুড়ার ধুনট উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। সোমবার ৩ জুন বিকেলে সোনাহাটা উচ্চ বিদ্যালয় কেন্দ্র সহ উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনকালে পুলিশ সুপার নির্বাচনী কেন্দ্রে বিভিন্ন দায়িত্বে মোতায়েনকৃত অফিসার-ফোর্সের ডিউটি তদারকি এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি সোনাহাটা বাজার এলাকায় সাংবাদিক ও এলাকার সর্বস্তরের জনসাধারণের সাথে মতবিনিময় করেন। ভোট কেন্দ্র পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) স্নিগ্ধ আখতার পিপিএম, (অপরাধ) অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত) আব্দুল রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) সজীব শাহরীন, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান, তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম প্রমুখ।
কোন মন্তব্য নেই