শিরোনাম

বগুড়ায় ব্যাংক ডাকাতি,ধরা পড়েনি চোর - Chief TV - চিফ টিভি

বগুড়ায় ব্যাংক ডাকাতি,ধরা পড়েনি চোর
ছবি-প্রতিনিধি
শুভজিৎ সরকার, স্টাফ রিপোর্টারঃ 

ব্যাংক ডাকাতির দুই দিন পার হলেও এখন পর্যন্ত ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেননি পুলিশ। কে বা কারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তাও জানা যায়নি। 

গত বুধবার দিবাগত রাতের কোনো এক সময় সদর উপজেলা মাটিডালি এলাকার আইএফআইসি ব্যাংকটির উপশাখায় এই লুটের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার দুপুরে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন বগুড়ার অতিরিক্ত পু‌লিশ সুপার (সা‌র্বিক) স্নিগ্ধ আখতার।

গ্রাহক সূত্রে জানা যায় ,ব‌্যাংক‌টির এই শাখার নিরাপত্তা ব‌্যবস্থা তেমন জোরদার ছি‌লো না। রা‌তের বেলা কোনো গার্ড থাক‌তো না। প্রতি দিনের ন্যায় ব্যাংকার্য দিবস শুরু হলে সকা‌লে এসে জান‌তে পারে রা‌তে না‌কি ব‌্যাং‌কে চু‌রি হ‌য়ে‌ছে। সার্বিক নিরাপত্তার জন্য যে এলা‌র্মিং সি‌স্টেম সে‌টিও না‌কি গতকাল বন্ধ ছি‌লো।

এ বিষয়ে বগুড়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার বলেন, আইএফআইসি ব্যাংকের একটি শাখায় টাকা চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এখানে ব্যাংকের ভিতরে সিসি ক্যামেরা রয়েছে আমরা সেগুলো পর্যবেক্ষণ করছি ব্যাংক কর্মকর্তারা আমাদের জানিয়েছেন তাদের এখানে গচ্ছিত ২৯ লাখ ৪০হাজার ৬০৮ টাকা খোয়া গিয়েছে।

তবে এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ কোন কথা বলতে রাজি হয়নি। একাধিকবার তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তারা কথা বলতে নারাজ। 

প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে যে, রাতের কোন এক সময় চোরের দল পিছন দিয়ে ছাদে উঠে এবং ছাদ থেকে ব্যাংকের ভেতরে প্রবেশের যে গেটটি রয়েছে সেটি দিয়েই তারা ব্যাংকে প্রবেশ করে। ব্যাংকের সিন্দুকের তালা ভেঙ্গে এ টাকা লুট করেন চরচক্রটি। জানা যায়, সারাদিন লেনদেন শেষে ব্যাংক কর্তৃপক্ষ তাদের সুরক্ষিত সিন্দুকে ২৯ লাখ ৪০হাজার ৬০৮ টাকা রেখে গিয়েছিলেন। সকালে এসে দেখেন ব্যাংকের প্রধান গেটটির তালা ভাঙ্গা এবং ব্যাংকে অবস্থিত সিন্দুক খোলা রয়েছে। পরে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে আসেন।


কোন মন্তব্য নেই