শিরোনাম

সাভার বাইপাইল বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ঢল - Chief TV - চিফ টিভি

সাভার বাইপাইল বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ঢল
ছবি-প্রতিনিধি
জাহিদুল  ইসলাম, গাইবান্ধা (সদর) প্রতিনিধিঃ

প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঢাকা ছাড়তে শুরু করেছেন নগরবাসী। শুক্রবার সকাল থেকে প্রতিটি বাস টার্মিনালে যথা সময়ে থেকে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে।  

নিউ সাফার ম্যানেজার  সোহেল মিয়া জানান, শুক্রবার দুটি ঈদ  উপলক্ষে সাতটি  গাড়ি রওনা দেন গাইবান্ধার উদ্দেশ্যে কাউন্টার মাস্টার যাত্রী বোঝাই করে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে। সব মিলিয়ে সারাদিনে প্রায় এক লাখ মানুষ ঢাকা ছাড়বেন। এখন পর্যন্ত কোনো সিডিউল বিপর্যয় নেই। আশা করি এমনটা ঘটার সম্ভাবনা নেই।  

এদিকে, সকাল থেকেই বাস টার্মিনালগুলোতে বাড়ি ফেরা যাত্রীদের ঢল নেমেছে। শুক্রবার সকাল থেকে সড়ক পথে মানুষের চাপ চোখে পড়ার মতো। মহাসড়কে যানজটের কারণে দূরপাল্লার বাসগুলো রাজধানীতে প্রবেশ করতে দেরি হচ্ছে। এতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের।  

পল্লী বিদ্যুৎ পশুর হাটে  কোরবানির  কারণে  বাইপাইল রোড থেকে  চান্দুরা  পর্যন্ত থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। এতে কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে ঘরমুখো মানুষদের।


কোন মন্তব্য নেই