শিরোনাম

কাউনিয়ায় কেওয়াই এসডিওর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত - Chief TV - চিফ টিভি

কাউনিয়ায় কেওয়াই এসডিওর বার্ষিক সাধারণ  সভা অনুষ্ঠিত
ছবি-প্রতিনিধি
আবদুল্লাহ,কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ

শুক্রবার (৩১ মে)  সন্ধ্যায়  উপজেলার  বালাপাড়া  ইউনিয়নের  কেওয়াই এসডিও প্রধান কার্যালয়ে  আয়োজিত  অনুষ্ঠানে  মো: ছামসুল হকের সভাপতিত্বে  ও সোহেল রানার সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা আওয়ামী লীগের  সাংগঠনিক সম্পাদক, জমশের আলী। 

এছাড়া  অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বালাপাড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য,বিউটি   বেগম, কেওয়াই এসডিওর নির্বাহী সদস্য  মোস্তাক আহম্মেদ লাকু,  খোপাতী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক  সাইদুল ইসলাম সহ  কেওয়াইএসডিওর  সদস্য বৃন্দ। 

আলোচনা সভা শেষে  কেওয়াই এসডিও  উপস্থিত  কার্যনিবার্হীর সদস্যদের  সম্মতিক্রমে  মো: জমশের আলীকে সভাপতি  এবং মো: সোহেল রানাকে  সদস্য সচিব  করে ০৭ সদস্য  বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।  কমিটির  অন্যান্য সদস্যরা হলেন,  ছামছুল আলম (সহ সভাপতি),  মিষ্টার আলম (অর্থ বিষয়ক সদস্য) বিউটি খাতুন (নির্বাহী সদস্য), মোস্তাক আহম্মেদ লাকু  (নির্বাহী সদস্য), লুপিং আক্তার  (নির্বাহী সদস্য) পদে মনোনীত হয়েছেন।

কোন মন্তব্য নেই