শিরোনাম

কচুয়ায় ১২ কেজি গাঁজাসহ সংঘবদ্ধ মাদক পাচারকারী দলের ৩ সদস্য গ্রেফতার - Chief TV - চিফ টিভি

কচুয়ায় ১২ কেজি গাঁজাসহ সংঘবদ্ধ মাদক পাচারকারী দলের ৩ সদস্য গ্রেফতার
ছবি-প্রতিনিধি
আনার হোসেন (রাজ),চাঁদপুর (কচুয়া) প্রতিনিধঃ

চাঁদপুরের কচুয়া, সংঘবদ্ধ মাদক পাচারকারী দলের ৩ সদস্যকে এবার  হাতেনাতে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ। চক্রটির সকল সদস্যই নারী এবং সকলের বাড়ী কুমিল্লা জেলায়। অভিনব কায়দায় শিশু বাচ্চাকে কোলে নিয়ে দরিদ্র-অসহায় নারীর বেশ ধারণ করে যাত্রীবেশে কুমিল্লার সীমান্তবর্তী  এলাকা হতে দেশের বিভিন্ন স্থানে মাদকের চালান পৌঁছে দেয় চক্রটি । এভাবেই বড় বড় কালো পলিথিনে ভরে গাঁজার ৫টি প্যাকেট নিজেদের মধ্যে ভাগাভাগি করে ভিন্ন ভিন্ন স্থান থেকে সিএনজিতে যাত্রীসেজে উঠে ৩০ মে বিকেল অনুমান ০৩:৩০/০৩:৪৫ ঘটিকার  দিকে কচুয়া থানাধীন শ্রীরামপুর সাকিনস্থ বিল্লালের মাছের প্রজেক্টের সামনে নামলে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার এসআই মামুন সরকার, এস আই দেলোয়ার হোসেন ও এএসআই মোরশেদ আলমের নেতৃত্বে একটি চৌকষ টিম  পাকা রাস্তার উপর থেকে তাদের উল্লেখিত গাঁজা সহ হাতেনাতে আটক করে। আটককৃতরা হলেন ১.মোছাঃ হেলেনা বেগম (৩৫), সাবেক স্বামী-সুমন মিয়া, বর্তমান স্বামী-মোঃ ফয়সাল মিয়া, পিতা-মৃত আজিজ, মাতা-মৃত শাহাজাদী, স্থায়ী: গ্রাম- শাসনগাছা (গাজী বাড়ী),বর্তমানে সাং-আড়াইওড়া নমসোদপাড়া, ইউনিয়ন ০৩ নং দূর্গাপুর, মৃত জামাল মিয়ার ভাড়া বাসা (ভাসমান)  উপজেলা/থানা- কুমিল্লা কোতয়ালী, জেলা -কুমিল্লা, ২. মোছাঃ নাজমা (৫০), স্বামী/মৃত জামাল হোসেন ,মাতা-তানজুবিনেছা, স্থায়ী: গ্রাম- ধর্মপুর (হাজী বাড়ী, এ/পি-সাং-আড়াইওড়া, নমসোদপাড়া, ইউনিয়ন ৩নং দূর্গাপুর) , উপজেলা/থানা- কুমিল্লা কোতয়ালী, জেলা -কুমিল্লা,এবং ৩. রুপা আক্তার (৩৫), স্বামী/সাইফুল ইসলাম, মাতা-তাজু বেগম,,স্থায়ী: সাং-আড়াইওড়া নমসোদপাড়া, ইউনিয়ন ০৩ নং দূর্গাপুর, উপজেলা/থানা- কুমিল্লা কোতয়ালী, জেলা –কুমিল্লা।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীগন উদ্ধার ও জব্দকৃত ১২(বার) কেজি গাঁজা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হইতে কম মূল্যে ক্রয় করিয়া অধিক মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়া যাইতেছিল মর্মে স্বীকার করে। পুলিশের অপরাধ রেকর্ড পর্যালোচনা করে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ২/৩ টি করে পূর্ববর্তী মাদক মামলার রেকর্ড পাওয়া যায়। এ ঘটণায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কচুয়া থানার মামলা নং-১৫, তারিখ:৩০/০৫/২০২৪ ইং, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(খ) রুজু করা হয়েছে এবং অদ্য আসামীদের কোর্টে সোপর্দ করা হয়েছে।

চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলছে। জনাব, মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, চাঁদপুর মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় জনাব মোঃ রিজওয়ান সাঈদ জিকু, সহকারী পুলিশ সুপার, কচুয়া সার্কেল, চাঁদপুর ও  জনাব মোহাম্মদ মিজানুর রহমান, অফিসার ইনচার্জ, কচুয়া থানা, চাঁদপুর এর তত্বাবধানে এসআই/মোঃ মামুনুর রশিদ সরকার, এসআই দেলেয়ার হোসেন ও এএসআই মোরশেদ আলম সহ কচুয়া থানার একটি চৌকস দল উক্ত মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

কোন মন্তব্য নেই