শিরোনাম

বিশ্বকাপ জিতেই টি-টোয়েন্টিকে বিদায় বললেন কোহলি - Chief TV - চিফ টিভি

 

বিশ্বকাপ জিতেই টি-টোয়েন্টিকে বিদায় বললেন কোহলি
ছবি-প্রতিনিধি
খেলাধুলা ডেস্কঃ

আগে থেকেই সম্ভাবনা ছিল, এটিই হতে যাচ্ছে বিরাট কোহলির শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেটা তো হলোই, কোহলি ভারতের জার্সিতেই টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলে দিলেন। আজ ফাইনাল শেষে ম্যাচসেরার পুরস্কার নেওয়ার সময় এটা নিশ্চিত করেন তিনি। ভারতের হয়ে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই এই সংস্করণকে বিদায় বলে দিলেন এই ডানহাতি ব্যাটার।

ফাইনালের আগ পর্যন্ত এবারের বিশ্বকাপটা দুঃস্বপ্নের মতো কেটেছে বিরাট কোহলির। সেমিফাইনাল পর্যন্ত ৮ ম্যাচে তার ব্যাট থেকে আসে মাত্র ৭৫ রান। দল থেকে বাদ দেওয়ার দাবিও উঠেছিল।

তবে ভারত অধিনায়ক রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড় আশা করেছিলেন ফাইনালে ঠিকই ঘুরে দাড়াবেন কোহলি। ঠিক তাই হলো। ৩৪ রানে ৩ উইকেট হারানোর পর অক্ষর প্যাটেলকে নিয়ে ধাক্কা সামলালেন। তার ব্যাট থেকে এলো ৫৯ বলে ৭৬ রানের ইনিংস। যেখানে হাঁকান ৬ চার ও ২ ছক্কা।

ম্যাচ সেরার পুরষ্কার নিতে গিয়ে কোহলি বলেন,  ‘এটা আমার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এটি আমরা অর্জন করতে চেয়েছি।

একদিন আপনার মনে হবে রানই করতে পারছেন না, তারপরে কিছু ঘটবে। ঈশ্বর মহান। এটা ভারতের হয়ে আমার শেষ টি-টোয়েন্টি ম্যাচ। আমরা কাপটা জিততে চেয়েছিলাম। হারলে ঘোষণা (অবসর) করতাম না বিষয়টা এমন নয়। সময় এখন টি-টোয়েন্টিতে পরবর্তী জেনারেশনকে সুযোগ দেওয়া। এখন অথবা কখনোই নয়-ভারতের হয়ে আমার শেষ টি-টোয়েন্টি—সবটুকু কাজে লাগাতে চেয়েছি।’

তিনি আরও বলেন, ‘অনেক অপেক্ষা করতে হলো আইসিসি টুর্নামেন্ট জিততে। আপনি রোহিতের দিকে তাকান, ৯টি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে, আমি ৬টা। সে এটা ডিজার্ভ করে। এটা অসাধারণ দিন আমি কৃতজ্ঞ।’

ভারতের হয়ে ১২৫টি টি-টোয়েন্টি খেলেছেন কোহলি। যেখানে ৪৮.৬৯ গড়ে ৪১৮৮ রান করেছেন তিনি। ভারতের জার্সিতে টি-টোয়েন্টিতে তার বেশি রান আছে শুধু রোহিত শর্মার ৪২৩১। টি-টোয়েন্টিতে ৩৮টি ফিফটির সঙ্গে ১টি সেঞ্চুরি আছে কোহলির। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে তিনিই একমাত্র খেলোয়াড়, যিনি কিনা দুইবার (২০১৪ ও ২০১৬) আসর সেরা হয়েছেন। 


কোন মন্তব্য নেই