সড়ক দুর্ঘটনায় মা নিহত, অলৌকিকভাবে বেঁচে গেলেন তিনদিনের শিশু - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
বগুড়ায় নবজাতক সন্তান নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জুথি আক্তার (২০) নামে এক নারী নিহত হয়েছেন এছাড়াও আহত হয়েছে ভাই ও নিহতের মা।
শনিবার (২৯ জুন) বিকেলে আনুমানিক ৫টার দিকে নন্দীগ্রাম উপজেলার সিমলা বাজার এলাকায় সিএনজি দুর্ঘটনায় তিনি নিহত হয় এবং পরিবারের ২জন আহত হয়। তবে অলৌকিকভাবে পুরোপুরি সুস্থ আছে তিনদিন বয়সী ওই নবজাতক শিশু৷
জানা যায়,তিন দিন আগে জন্ম নেওয়া ফুটফুটে নবজাতক শিশুকে নিয়ে বাড়ি ফেরার পথে ঘটে সিএনজি ও অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুথি হলেন,নন্দীগ্রাম উপজেলার ভাত সিমলা গ্রামের পল্লী চিকিৎসক এনামুল হকের স্ত্রী ৷ এছাড়াও দুর্ঘটনায় আহত হয়েছেন নিহত জুথির মা জেসমিন আরা ও ভাই জিহাদ হোসেন। বর্তমান তারা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ দুর্ঘটনায় জুথি আক্তারের সঙ্গে থাকা মা জেসমিন আরা ও ভাই জিহাদ হোসেন গুরুতর আহত হলেও অলৌকিকভাবে পুরোপুরি সুস্থ আছে তিনদিন বয়সী ওই নবজাতক শিশু ৷
এসব তথ্য নিশ্চিত করেছেন মেডিকেল ফাঁড়ির এসআই আনিছুর রহমান।
এ বিষয়ে তিনি আরো বলেন, নিহত জুথি তিনদিন আগে হেলসিটি ক্লিনিকে প্রসূতি হন। নবজাতক শিশুটিকে নিয়ে বাড়ি ফেরার পথে সিএনজি এক্সিডেন্ট করে মৃত্যুবরণ করেন। এতে নিহতের মা ও ভাই আহত হলেও তার নবজাতক সন্তান পুরোপুরি সুস্থ আছেন।
এছাড়াও তিনি বলেন,আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আহত জিহাদ ও তার মায়ের অবস্থা এখনো আশঙ্কাজনক তারা চিকিৎসাধীন রয়েছেন।
কোন মন্তব্য নেই