শিরোনাম

একাদশেও রিশাদ এবার আইসিসির বিশ্বকাপ সেরা - Chief TV - চিফ টিভি

একাদশেও রিশাদ এবার আইসিসির বিশ্বকাপ সেরা
ছবি-প্রতিনিধি
খেলাধুলা ডেস্কঃ

বিশ্বকাপের সেরা ফ্যান্টাসি একাদশ ঘোষণা করেছে আইসিসি। সেখানে জায়গা করে নিয়েছেন তরুণ টাইগার রিশাদ হোসেন। একাদশে জায়গা পাননি ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা। এই একাদশে ক্যাপ্টেন হিসেবে জায়গা পেয়েছেন আফগানিস্তানের রশিদ খান। একদিন আগেই বিশ্বকাপের সেরা একাদশ জানিয়েছিল অস্ট্রেলিয়া। সেই একাদশেও জায়গা করে নিয়েছিলেন বাংলাদেশের তরুণ লেগস্পিনার রিশাদ। 

রিশাদ মুগ্ধ করলেও বাংলাদেশের বিশ্বকাপটা অবশ্য ভালো কাটেনি। সুপার এইটে পা রাখলেও কোনো ম্যাচেই জয় পায়নি নাজমুল শান্তর দল। তবে ব্যক্তিগতভাবে বিশ্বকাপটা রাঙিয়ে রেখেছেন রিশাদ। ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপেই শিকার করেছেন ১৪ উইকেট। বিশ্বকাপের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে রিশাদ হয়েছিলেন ম্যাচসেরা।

পরের ম্যাচগুলোতেও দারুণ বোলিং করেছেন। টুর্নামেন্টে রিশাদের ইকনমি ছিল ৭.৭৬। সব মিলিয়ে এমন বোলিং তাকে ফ্যান্টাসি ক্রিকেটের সেরা একাদশে নিয়ে এসেছে। ৪৭৮ পয়েন্ট নিয়ে তিনি ঢুকে গেছেন সেরা একাদশে।

পয়েন্টের বিচারে এই তালিকায় শীর্ষে আছেন অবশ্য আফগান অধিনায়ক রশিদ খান। তার নেতৃত্বে প্রথমবার সেমিফাইনালে খেলে আফগানরা। যেখানে রশিদের পয়েন্ট ৫৭৮। এই একাদশের নেতৃত্বও দেওয়া হয়েছে রশিদ খানকে। তার ঠিক পেছনে আছেন হার্দিক পান্ডিয়া। তার পয়েন্ট ছিল ৫৪৮। 

এদিকে রশিদের সতীর্থ ফজলহক ফারুকি ৫৪৬ পয়েন্ট নিয়ে আছেন এই তালিকার তিনি। সেমিফাইনালে খেলা আফগানিস্তানের খেলোয়াড় আরও একজন আছেন এই একাদশে। রহমতউল্লাহ গুরবাজকে এখানে রাখা হয়েছে উইকেটরক্ষক ওপেনার হিসেবে। তবে ফাইনালে ম্যাচসেরা হলেও একাদশে জায়গা হয়নি বিরাট কোহলির। আসরের বাকি ম্যাচগুলোতে তার পারফরম্যান্স ছিল না আশাজাগানিয়া। ভারতকে বিশ্বকাপ জিতিয়ে হার্দিক ছাড়াও একাদশে জায়গা করে নিয়েছেন জাসপ্রিত বুমরাহ ও আরশদীপ সিং।

আইসিসির টুর্নামেন্ট-সেরা ফ্যান্টাসি একাদশ: রহমতউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, ত্রিস্তান স্টাবস, হার্দিক পান্ডিয়া, মার্কাস স্টয়নিস, রশিদ খান (অধিনায়ক), ফজলহক ফারুকি, জাসপ্রিত বুমরাহ, আরশদীপ সিং ও রিশাদ হোসেন।   

কোন মন্তব্য নেই