শিরোনাম

নীলফামারীতে ভিসা প্রতারণার অভিযোগে গ্রেফতার পাঁচজন - Chief TV - চিফ টিভি

নীলফামারীতে ভিসা প্রতারণার অভিযোগে গ্রেফতার পাঁচজন
ছবি-প্রতিনিধি
আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী প্রতিনিধিঃ 

নীলফামারীর কিশোরগঞ্জে অনলাইনে থাই জুয়া ও ভিসা প্রতারণার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ ৷ 

শুক্রবার (১৪ জুন) বিকালে বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল। এর আগে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- উত্তর দুরাকুটি তাঁতিপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে ফরিদুল ইসলাম (২৪), দক্ষিন দুরাকুটি ঘোনপাড়াপাড়া গ্রামের ইবার আলীর ছেলে মনজুরুল ইসলাম (২৮),একই গ্রামের আজহারুল ইসলামের ছেলে মমিনুর রহমান (২৬) উত্তর দুরাকুটি পাগলাটারী গ্রামের ওমর গনির ছেলে রাকিব শাহ (২৬), পানিয়াল পুকুর ফরুয়াপাড়া গ্রামের বাছার উদ্দিনের ছেলে সালাম (৩৩)।  

পুলিশ সূত্রে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে  অনলাইনে থাই জুয়া ও ভিসা প্রতারণা করে আসছেন । তারা অনলাইন ভিত্তিক থাই জুয়া ও ভূয়া ভিসার নামে মানুষের সাথে প্রতারণা করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

ওসি আরও বলেন, এ বিষয়ে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই