বগুড়া শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
বগুড়ায় কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠেছে পশুর হাট। শেষ মুহুর্তে বেড়েছে ক্রেতা বিক্রেতার ভিড় জমে উঠেছে বেচাকেনা। তবে দাম নিয়ে রয়েছে দ্বন্দ্ব,ক্রেতার পছন্দের গরু কিনতে গুনতে হচ্ছে অধিক টাকা, অন্যদিকে খামারিরা পাচ্ছেন না ন্যায্য মূল্য এমনটাই দাবি ক্রেতা বিক্রেতার। এসব হাটগুলোতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে খামারি ও পাইকাররা আসছেন তাদের পালিত গরু - ছাগল নিয়ে। ক্রেতা বিক্রেতায় মুখর বগুড়া জেলার প্রতিটি পশুর হাট।
বগুড়ায় শেষ মুহূর্ত জমে উঠেছে কোরবানির পশুর হাট। পছন্দের সব গরু ছাগল কিনতে ক্রেতাদের উপচে পড়া ভিড়ে বাড়তি চাপ হাটগুলোতে। কোরবানি ঈদ উপলক্ষে এ জেলায় বেড়েছে পশুর হাটের সংখ্যা।
বগুড়া জেলায় ছোট বড় বেশ অনেক খামারে পালন করা হয় দেশি-বিদেশি জাতের গরু,ছাগল, ভেড়াসহ অনেক পশু। তবে এখানকার অধিকাংশ গরু, ছাগল স্থানীয় কৃষকেরা লালন-পালন করেন। এসব গরু, ছাগল প্রাকৃতিক পরিবেশে লতাপাতা ঘাস খেয়ে বেড়ে উঠে এমনটাই জানায় খামারি এবং কৃষকরা জানান ।
বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার সুলতানগঞ্জ ধাপের হাট ও গাবতলী থানাধীন মহিশাবান হাটে দেখা যায় এমন দৃশ্য। আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে গবাদিপশু কেনাবেচায় ব্যাপক ধুম পড়েছে এখানে। দূর-দূরান্ত থেকে গরু ক্রয় ও বিক্রয় করতে ব্যস্ত সময় পাড় করছেন ক্রেতা ও বিক্রেতারা। হাট দুটি ঘুরে দেখা যায় বাড়িতে লালন-পালন করা দেশী গরু ছাগল বিক্রেতারা বেশী বিক্রি করছেন। তবে এসব দেশিও গরুর পাশাপাশি ভারত থেকেও এসেছে অনেক গরু। এসব পশু ক্রয় করতেই ক্রেতা ও বিক্রেতাদের উপচে পড়া ভিড়ে জমে উঠেছে হাটগুলো।
পবিত্র ঈদুল আযহায় কোরবানি দিতে ক্রেতারা তাদের পছন্দের গরু ক্রয় করছেন। জানা গেছে, এই হাট দুইটি সপ্তাহে একদিন ও দুইদিন হয়ে থাকে। তাই এই দিনলোতে হাটে থাকে বাড়তি ক্রেতার ভিড়।
গরু ক্রেতারা বলছেন পছন্দের গরুকে কিনতে একটু হিম শিম খাচ্ছি অনেক মূল্যে কিনতে হচ্ছে। এদিকে বিক্রেতারা বলছেন গরু পালন করতে অনেক খরচ হয়েছে তেমন ভালো দাম পাচ্ছি না বিক্রয় করে।
হাটের ইজারাদার বলেন, যে আমাদের হাটে ভালো বেচাকেনা হচ্ছে। সরকারের নির্ধারিত মূল্যেই নেওয়া হচ্ছে ছাপের টাকা। অসুস্থ গরু পরীক্ষার জন্য আমাদের মেডিকেল টিম রয়েছে এবং হাটের নিরাপত্তার জন্য রয়েছে প্রশাসন ও ভলেন্টিয়ার।
ঈদের আনন্দের বাড়তি খুশিতে দিনশেষে ক্রেতারা তাদের পছন্দের গরু ক্রয় করবে এবং বিক্রেতারা ন্যায্য মূল্য পেয়ে নির্বিঘ্নে ফিরবেন বাড়ি এমনটাই আশা সকলের।
কোন মন্তব্য নেই