তিন দিনের রিমান্ডে কেজরিওয়াল - Chief TV - চিফ টিভি
![]() |
| ছবি-প্রতিনিধি |
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তিন দিনের রিমান্ড দিয়েছে ভারতের আদালত। দেশটির তদন্তকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাউজ অ্যাভিনিউ আদালতের ভেতর থেকে তাকে গ্রেপ্তার করে সিবিআই। এর আগে রাউজ অ্যাভিনিউ আদালত কেজরিওয়ালকে জামিন দিলে দিল্লি হাইকোর্ট তা স্থগিতাদেশ দেয়। এরপর কেজরিওয়াল সুপ্রিম কোর্টের দারস্থ হন, কিন্তু উচ্চ আদালত কেজরিওয়ালের জামিন নামঞ্জুর করেন। এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
এতে বলা হয়েছে, মদ নীতির মামলায় ভারতের আম আদমি পার্টির (এএপি) প্রধান কেজরিওয়ালকে নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই। যেহেতু আদালতের আদেশের ভিত্তিতে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে তাই সিবিআই-এর এই গ্রেপ্তারকে আর বেআইনি বলা যাবেনা বলে জানিয়েছে দিল্লির নিম্ন আদালত। তবে সিবিআইকে ‘অতিউৎসাহী’ না হতে সতর্ক করেছে আদালত।
এদিকে হঠাৎ করে সিবিআই-এর দৃশ্যপটে আসাকে ভালোভাবে দেখছেনা কেজরির পরিবার। তার স্ত্রী এই পুরো বিষয়টিকে একটি স্পষ্ট চক্রান্ত বলে অভিযোগ করেছেন। এক্সের এক পোস্টে তিনি লিখেছেন, এই পুরো সিস্টেম কেজরিকে কারাগারে পুরে রাখার একটি অপকৌশল মাত্র।
এর আগে গত ২০ জুন দিল্লির নিম্ন আদালত কেজরিকে জামিন দেয়। তবে সেসময় ওই জামিনকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দারস্থ হয় ভারতের কেন্দ্রীয় তদন্তকারী প্রতিষ্ঠান এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)। পরে কেজরির জামিনে স্থগিতাদেশ দেন দিল্লি হাইকোর্ট। ঠিক ওই আদেশের পরের দিনই সিবিআই কেজরিওয়ালকে অভিযুক্ত করে এবং তাকে বৃহস্পতিবার গ্রেপ্তার করে। এই পুরো বিষয়টিকে কেজরির স্ত্রী সুনিতা রাজনৈতিক অপকৌশল বলে অভিযোগ করেছন। এক্সের পোস্টে তিনি লিখেছেন, এটি কোনো আইন নয়, এটি স্বৈরাচারী।
তিন দিনের সিবিআই হেফাজতের আদেশকে উল্লেখ করে রাউজ অ্যাভিনিউ আদালত বলেছে, এটি তদন্তকারী সংস্থার বিশেষাধিকার। আইনে কিছু সুরক্ষা প্রদান করা হয়েছে এবং এই পর্যায়ে সিবিআই-এর গ্রেপ্তার বেআইনি বলা যায়না । তবে এক্ষেত্রে সিবিআই-এর ‘অতিউৎসাহী’ হওয়া উচিৎ নয়।
আদলত সিবিআই-কে আগামী শনিবার কেজরিওয়ালকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে। এই তিন দিন নিজেদের হেফাজতে নিয়ে কেজরিকে জিজ্ঞাসাবাদ করবে তদন্তকারী ওই সংস্থাটি। আদালত বলেছে, প্রতিদিন কেজরি এক ঘণ্টা করে তার স্ত্রীর সঙ্গে দেখা করতে পারবেন। এছাড়া আদালত কর্তৃক প্রয়োজনীয় খাবার এবং চিকিৎসা উপকরণ সরবরাহের নির্দেশও দেওয়া হয়েছে।
কেজরিওয়ালের আইনজীবী, সিনিয়র অ্যাডভোকেট বিক্রম চৌধুরী তাকে এভাবে গ্রেপ্তার করা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি আদালতে বার বার জোর দিয়েছেন, এভাবে কাউকে গ্রেপ্তার করা বেআইনি। তিনি বলেছেন, এই পর্যায়ে আদালতকে কেজরির মামলার যোগ্যতা বিবেচনা করতে হবে।

কোন মন্তব্য নেই