ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পেতে আরো একধাপ এগোলো ইউক্রেন - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
রাশিয়ার সঙ্গে এখনো যুদ্ধ চলছে ইউক্রেনের। এই আবহে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর সদস্যপদ পেতে চলেছে ইউক্রেন। মঙ্গলবার ইইউ কমিশন ইউক্রেন ও মলদোভার সঙ্গে যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছিলো ‘ইতিবাচক’ হয়েছে বলে জানা গিয়েছে। যদিও প্রক্রিয়াটি বিশদ এবং কঠিন। অনেক ধাপ পেরোতে হবে, তবে হাল ছাড়তে নারাজ জেলেনেস্কির দেশ।
মঙ্গলবার লাক্সেমবার্গে একটি মন্ত্রী পর্যায়ের বৈঠকে শুরু হওয়ার প্রক্রিয়াটি কয়েক বছর বা এমনকি কয়েক দশক সময় নিতে পারে, কিয়েভ সরকার কৃষি নীতি থেকে মানবাধিকার পর্যন্ত সর্বক্ষেত্রে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ঘোষণা করেছে।
ইউক্রেনের বিধায়ক তথা ইউরোপীয় এবং ইউরো-আটলান্টিক একীকরণের প্রাক্তন উপ প্রধানমন্ত্রী, ইভানা ক্লিম্পুশ-সিন্টসাদজে, ভয়েস অফ আমেরিকার সঙ্গে একটি সাক্ষাৎকারে বলেছেন, এই প্রক্রিয়া এমন কিছু বড় নয় যার জন্য ইউক্রেন অপ্রস্তুত। ২০১৭ সালে ইইউ-এর সঙ্গে সমাপ্ত একটি এসোসিয়েশন চুক্তির অধীনে দেশটি উল্লেখযোগ্য পরিবর্তন করেছে, বিশেষ করে ভিসা-মুক্ত শাসনব্যবস্থা সুরক্ষিত করার প্রক্রিয়ায়। রাশিয়া দেশটিতে তার পূর্ণ-স্কেল আক্রমণ শুরু করার কয়েক মাস পরে ইউক্রেন আনুষ্ঠানিকভাবে ২০২২ সালের জুনে ইইউ সদস্যপদ প্রার্থী হিসাবে অনুমোদিত হয়েছিল । মলদোভা, যা ইউক্রেনের মতো একই সময়ে ইইউ প্রার্থী হিসাবে অনুমোদিত হয়েছিল, মঙ্গলবারও আলোচনায় শামিল ছিল। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন ২০২৩ সালের নভেম্বরে ইউক্রেনের সংসদে দেয়া ভাষণে ইউক্রেনের প্রচেষ্টার প্রশংসা করে বলেছিলেন যে দেশটি "মহান অগ্রগতি করেছে, যুদ্ধে থাকা কোনও দেশের কাছ থেকে প্রত্যাশার চেয়ে অনেক বেশি।" যদি ইউক্রেন ইইউ সদস্যতার দিকে অগ্রগতি চালিয়ে যেতে চায় তাহলে সমাজের সকল ক্ষেত্র এবং রাজনৈতিক দলগুলির একত্রিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন ক্লিম্পুশ-সিন্টসাদজে।
তার মতে, ইউক্রেনের সিভিল সার্ভিস এবং জনপ্রশাসনে প্রকৃত পরিবর্তন, নাগরিক সমাজ, বিভিন্ন রাজনৈতিক দল এবং স্টেকহোল্ডারদের সম্পৃক্ততা ছাড়া এটি কঠিন হবে। এই পদক্ষেপগুলির জন্য ইউক্রেনকে যে কোনও সদস্যপদ প্রার্থীর মতো, ৩৫টি নীতির ক্ষেত্রে ইইউ-এর সঙ্গে তার আইন ও মানদণ্ড পূরণ করতে হবে, যার মধ্যে মৎস্য, কর, শক্তি এবং পরিবেশের মাধ্যমে পণ্যের অবাধ চলাচল থেকে শুরু করে বিচার বিভাগ পর্যন্ত বিষয়গুলি সম্পৃক্ত।
ইউক্রেনের অর্থনীতির উপমন্ত্রী তাতিয়ানা বেরেজনা সামনের দীর্ঘ পথের জন্য ইউক্রেনের প্রস্তুতি সম্পর্কে তার সহকর্মীর অনুভূতির প্রতিধ্বনি করেছেন। তিনি ভয়েস অফ আমেরিকার সঙ্গে একটি সাক্ষাৎকারে উল্লেখ করেছেন যে ইউক্রেন ইতিমধ্যে ইউরোপীয় আইনের প্রয়োজনীয় ধাপ পেরোতে সক্ষম হয়েছে।বেরেঝনা, যিনি কর্মসংস্থান, সামাজিক সমস্যা এবং শ্রমিকদের অবাধ চলাচলের অধ্যায়গুলির আলোচনার সঙ্গে সম্পৃক্ত বলেছেন যে, আবেদনের পর থেকে ইউক্রেন ভালো হোমওয়ার্ক করেছে এবং এখন আলোচনার সঙ্গে এগিয়ে যেতে প্রস্তুত। ইতিমধ্যে এই বছর, ইউক্রেনীয় কর্মকর্তারা ইউরোপীয় কমিশনের প্রতিনিধিদের সঙ্গে বেশ কয়েকটি ব্যাখ্যামূলক সেশনে অংশ নিয়েছেন। ওয়ারশ-ভিত্তিক থিঙ্ক ট্যাংক ভিসেগ্রাদ ইনসাইট-এর প্রধান ওজসিচ প্রজিবিলস্কি, ইউক্রেনের জন্য এগিয়ে যাওয়ার পথটিকে পোল্যান্ডের সঙ্গে তুলনা করেছেন, যেটি মাত্র পাঁচ বছরে তার ইইউ সদস্যপদ নিয়ে আলোচনা সম্পন্ন করেছে। সাবেক সোভিয়েত ইউনিয়নের তিন দেশ লাটভিয়া, লিথুয়ানিয়া ও এস্তোনিয়া আগেই ইইউতে যোগ দিয়েছে। মলদোভাও আবেদনের ভিত্তিতে সদস্যপদ লাভের পথে অগ্রসর হয়েছে।
প্রসঙ্গত, ইইউ-র পাশাপাশি আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদ পাওয়ার ক্ষেত্রেও ইউক্রেনের আবেদন এখন বিবেচনাধীন।
সূত্র : ভয়েস অফ আমেরিকা
কোন মন্তব্য নেই