শিরোনাম

বগুড়া র‍্যাবের অভিযানে ২৬কেজি গাজাঁসহ গ্রেফতার ২ জন - Chief TV - চিফ টিভি


বগুড়া র‍্যাবের অভিযানে ২৬কেজি গাজাঁসহ গ্রেফতার ২ জন
ছবি-প্রতিনিধি
শুভজিৎ সরকার, স্টাফ রিপোর্টারঃ 

বগুড়ার সদর থানাধীন নিশিন্দারা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে রবিবার  (০৯জুন) সকাল সাড়ে ১০টার দিকে ২৫.৩ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে বগুড়া র‍্যাব- ১২। 

গ্রেফতারকৃত আসামীরা হলো, কুড়িগ্রাম সদর থানাধীন হাটিরপাড়া এলাকার আব্দুল হাকিমের ছেলে মাসুম মিয়া (২২) অপরজন হলেন, নাগেশ্বরী থানাধীন বেবীপুর এলাকার কাজল মহন্তের ছেলে সঞ্জয় কুমার মহন্ত (১৯)।

রবিবার (৯জুন ) বেলা ১ টার দিকে বগুড়া র‍্যাব কার্যালয়ে থেকে পাঠানো  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব কমান্ডার মীর মনির হোসেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, র‍্যাব এক গোপন সংবাদের ভিত্তিতে  জানতে পারেন, কুড়িগ্রাম জেলার ভুরঙ্গমারী থানা হইতে ঢাকাগামী একটি শ্যামলী এনআর ট্রাভেলস এ কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা বহন করছে। এমন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকস ট্রিম বগুড়া সদর  থানাধীন নিশিন্দারা এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে। এ-সময় সন্দেহজনক ভাবে বাসটিতে তল্লাশি করলে প্রায় ২৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন, ২টি সিম কার্ড এবং ১১০০ টাকাসহ তাদেরকে আটক করেছে র‍্যাব।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন আরোও বলেন, গ্রেফতারকৃত আসামীদের মধ্যে একজনের বিরুদ্ধে এর আগেও মাদক  ক্রয় বিক্রয়ের অভিযোগে থানায় মাদক আইনে মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হবে।

কোন মন্তব্য নেই