শিরোনাম

অপ্রদর্শিত সম্পদের কর ১৫ শতাংশে বেঁধে রাখা ন্যায্যতার বিরোধী: বিআইডিএস - Chief TV - চিফ টিভি

অপ্রদর্শিত সম্পদের কর ১৫ শতাংশে বেঁধে রাখা ন্যায্যতার বিরোধী: বিআইডিএস
ছবি-প্রতিনিধি
ডেস্ক রিপোর্টারঃ

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ড. বিনায়ক সেন বলেছেন, অপ্রদর্শিত আয় বৈধ করতে ট্যাক্স রেট বেঁধে দেয়া আমরা কোনোভাবেই সমর্থন করি না। এই রেট অবশ্যই গ্রাহকের সম্পদের পরিমাণের ওপর হওয়া উচিত। ১৫ শতাংশ নির্ধারণ করে দেয়া ট্যাক্স ইকুইটি’র (কর ন্যায্যতা) খেলাপ বলে মনে করি।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বিআইডিএসের সেমিনার কক্ষে প্রথমবারের মতো বাজেট পর্যালোচনার আয়োজন করা হয়। এতে আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিনায়ক সেন বলেন, বিভিন্ন কারণে গ্রাহকের বৈধ আয়ও অপ্রদর্শিত আয় হতে পারে। এক্ষেত্রে অপ্রদর্শিত আয়কে প্রদর্শনের সুযোগ দেয়া দরকার। তবে অপ্রদর্শিত আয়কে প্রদর্শনের সুযোগে একেবারে ট্যাক্স মওকুফ করা কিংবা একটি নির্দিষ্ট রেট বেঁধে দেয়ার পক্ষে নই আমরা। আমাদের অবস্থান মধ্যবর্তী। বিআইডিএসের মহাপরিচালক ড. বিনায়ক সেন বলেন, গ্রাহকের কাছে যে পরিমাণ অপ্রদর্শিত আয়ের অর্থ থাকবে সেই সম্পদের পরিমাণ অনুযায়ী ট্যাক্স নির্ধারণ করা উচিত। সেটা হতে পারে ১৫ শতাংশ, আবার হতে পারে ২০, ৩০ বা ৩৫ শতাংশ।

১৫ শতাংশ ট্যাক্স বেঁধে দেয়া ট্যাক্স ইকুইটি’র খেলাপ বলে মনে করি। এটা নির্দিষ্ট করে বেঁধে ফেলা উচিত না।

ঋণ খেলাপি নিয়ে তিনি বলেন, ঋণ পুনঃতফসিলের সুযোগ ৪ বার দেয়া উচিত না। এটা আগে ২ বার ছিল। ৪ বারে এটা ১২ বছর হয়ে যায়। এ সময়ে অর্থনীতির অবস্থা বদলে যায়। তাই এই দীর্ঘ সময়ে ঝুঁকি তৈরি হয়। কেন আমরা অযথা এ ঝুঁকি নেবো?

 

   


   

কোন মন্তব্য নেই