শিরোনাম

দিঘলিয়ায় ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ - Chief TV - চিফ টিভি

দিঘলিয়ায় ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ
ছবি-প্রতিনিধি
শাহাদাত হোসেন নোবেল,খুলনা প্রতিনিধিঃ

সফিকুর রহমান পলাশ ডিজিটাল সেবাসংস্থার মাধ্যমে  দিঘলিয়া উপজেলা মাদ্রাসা ছাত্র এবং বেকার যুবক,ছাত্র-ছাত্রী এবং মহিলাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করে তাদেরকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে।

০১ জুন ২০২৪ইং তারিখ , শনিবার সফিকুর রহমান পলাশ ডিজিটাল সেবা, দিঘলিয়া ব্রাঞ্চ এর পক্ষ থেকে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ দিচ্ছে এ উপলক্ষে আলোচনা সভা ও ভর্তি ছাত্র-ছাত্রী দের খাতা-কলম দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ছাত্র নেতা জি এম আকরাম,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছাঃ সামছুর নাহার (সাবেক ভাইস চেয়ারম্যানি দিঘলিয়া উপজেলা) বিশেষ অতিথি হিসেবে উপস্থীত ছিলেন ইসরাইল মাষ্টার,প্রকল্প পরিচালক শেখ রাজিব সহ উপস্থীন ছিলেন ইমরান,বোরহান,শাহাদাত হোসেন নোবেল,আশরাফুল,আকিব,আফ্রীদি, সহ আরো অনেকে।

বর্তমানে সরকারি ও বেসরকারি প্রতিটি চাকরির ক্ষেত্রে কম্পিউটার জানা বাধ্যতামূলক। আর এর জন্য চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়িয়েছে সফিকুর রহমান পলাশ ডিজিটাল সেবা প্রতিষ্ঠানটি। বেসিক কোর্সটিতে অংশগ্রহণ করতে সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস লাগবে। এই কোর্সে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার কাজে ব্যবহৃত ইন্টারনেট, ওয়েবসাইট, সফটওয়্যার, ই-মেইল, ফেসবুকে পেজ, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ইত্যাদি বেসিকগুলো শেখানো হবে।

তাই বেকার সমস্যা দূরকরণে ও দক্ষ জনশক্তি তৈরিতে এ ধরনের উদ্যোগ নিয়েছে সফিকুর রহমান পলাশ ডিজিটাল সেবা দিঘলিয়া ব্রাঞ্চ । আগ্রহীরা অফিসে এসে কিংবা অনলাইনে যোগাযোগ এর  মাধ্যমে এই সুযোগটি নিতে পারবেন।

কোন মন্তব্য নেই