শিরোনাম

ইবিতে রবীন্দ্র-নজরুল উৎসব উপলক্ষে আবৃত্তি ও কবিতা পাঠ - Chief TV - চিফ টিভি

ইবিতে রবীন্দ্র-নজরুল উৎসব উপলক্ষে আবৃত্তি ও কবিতা পাঠ
ছবি-প্রতিনিধি
তামিম আশরাফ,কুষ্টিয়া (ক্যাম্পাস) প্রতিনিধিঃ

রবীন্দ্র-নজরুল উৎসব উপলক্ষে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের অন্তর্ভুক্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবৃত্তির আয়োজনে আসুন আমরা শুদ্ধতার চর্চা করি স্লোগানকে সামনে রেখে কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০১ জুন) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এ কবিতা পাঠের আয়োজন করা হয়।

সংগঠনটির সাহিত্য সম্পাদক সূচনা ত্রিপুরা ও সহ-প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইনসানুল ইমাম নূরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সংগঠনটির সভাপতি গোলাম রব্বানী। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক খান মজহারুল হক লিপু।

এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন  আবৃত্তির সাধারণত সম্পাদক আবু রায়হান রানা, সহ-সভাপতি দিপেন রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক নওশীন পর্নিনী সুম্মা, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাজেদ সাগর ও অর্থ সম্পাদক সুইটি পালসহ সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নজরুলের কবিতার যৌথ প্রযোজনায় 'মুক্তির জাগরণ' নামে কবিতা পাঠ করেন। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের গান পরিবেশনা ও তার বিখ্যাত কবিতা সমূহ পাঠ করেন।

আবৃত্তির সভাপতি গোলাম রব্বানী বলেন, প্রতিবারের ন্যায় এবারেও আবৃত্তি নতুন একটি উৎসব করল। আমরা চেষ্টা করেছি সমস্ত অনুষ্ঠানে রবীন্দ্র ও নজরুলের রচিত কবিতা ও গান তুলে ধরার জন্য। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার কবিতায় নারী-পুরুষ,ধনী-গরীব সবার সমতা ও অধিকারের কথা বলেছেন তা আবৃত্তির মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছি।

তিনি আরো বলেন, নজরুলের বহুল প্রচলিত কবিতার সমন্বয়ে "মুক্তির জাগরণ" নামে একটা যৌথ প্রযোজনা করেছি। এই প্রযোজনার মূল ভাব ছিল পরাধীন ও শোষিতদের হাত থেকে কিভাবে মুক্তি সম্ভব তার একটা রুপ রেখ তৈরি। অপরদিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার রচনার মাধ্যমে (গান, কবিতা, নাটক,উপন্যাস) জীবনের সকল স্তরে পৌঁছেছেন। তার কিছু বিশেষ কবিতা ও গান গেয়ে তাকে স্বরণ করা হয়েছে।

কোন মন্তব্য নেই